এক্সপ্লোর
Advertisement
উপসর্গহীনদের থেকে করোনা সংক্রমণ খুবই বিরল, বলছে হু, সহমত নন একাধিক বিশেষজ্ঞ
উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা খুবই বিরল। এমন ধারণাতেই অনড় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও বিশ্বের অনেক বিশেষজ্ঞই এমন ধারণার সঙ্গে সহমত নন। তাঁরা বরং বলছেন, উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণ বারংবারই ঘটেছে এবং এ কারণেই এই অতিমারিকে বাগে আনাটা এতটা কঠিন।
জেনিভা: উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা খুবই বিরল। এমন ধারণাতেই অনড় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও বিশ্বের অনেক বিশেষজ্ঞই এমন ধারণার সঙ্গে সহমত নন। তাঁরা বরং বলছেন, উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণ বারংবারই ঘটেছে এবং এ কারণেই এই অতিমারিকে বাগে আনাটা এতটা কঠিন।
কোভিড-১৯ সংক্রান্ত হু-র টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, বহু দেশেই উপসর্গহীন বা চিকিত্সা সংক্রান্ত লক্ষ্মণহীন আক্রান্তদের থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা জানিয়েছে। কিন্তু এই ঘটনাগুলি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করা হলে দেখা গিয়েছে, এক্ষেত্রে সামান্য অসুস্থতা বা অস্বাভাবিক লক্ষ্মণ রয়েছে।
যদিও ব্রিটেন, আমেরিকা ও অন্যান্য দেশের স্বাস্থ্য আধিকারিকরা উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণ ছড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কিন্তু হু বলেছে, এ ধরনের সংক্রমণ ছড়ানো অতিমারির চালিকাশক্তি নয়। সম্ভবত খুব বেশি হলে সংক্রমণের ছয় শতাংশ উপসর্গহীন আক্রান্তদের থেকে ছড়িয়েছে।
বিভিন্ন গবেষণায় উপসর্গগীন আক্রান্তদের থেকে সংক্রমণ ছড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু এর বেশিরভাগই কোনও ঘটনা বা মডেলভিত্তিক।
কেরখোভ বলেছেন, বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে কোভিড-১৯ এর লক্ষ্মণহীনদের থেকে সংক্রমণ ছড়ায় কিনা , দেখতে তাদের ওপর যখন দীর্ঘ সময় ধরে নজর রাখা হয়েছে,দেখা গিয়েছে যে, সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই কম।
তিনি বলেছেন, এই তথ্যগুলির দিকে ধারাবাহিকভাবে নজর রাখা হচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
কেরখোভ বলেছেন, এখনও পর্যন্ত মনে হয়েছে যে, উপসর্গহীন আক্রান্তদের কাছ থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা বিরল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement