এক্সপ্লোর
Sputnik V: স্পুটনিক ভি-র প্রতি ডোজের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকা, ঘোষণা রাশিয়া সরকারের
Russia plans to produce the vaccine for more than 500 million people in 2021. | রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-এর মধ্যে ৫০ কোটি মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
![Sputnik V: স্পুটনিক ভি-র প্রতি ডোজের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকা, ঘোষণা রাশিয়া সরকারের Cost of per dose of Sputnik V will be around Rs 730, announced Government of Russia Sputnik V: স্পুটনিক ভি-র প্রতি ডোজের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকা, ঘোষণা রাশিয়া সরকারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/25032331/vaccine.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মস্কো: আন্তর্জাতিক বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক স্পুটনিক ভি-র প্রতি ডোজের দাম হতে পারে ১০ মার্কিন ডলারেরও কম। যা ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকার মতো। এমনই জানাল রাশিয়া সরকার। রাশিয়ার নাগরিকরা অবশ্য বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন।
এ বছরের ১১ অগাস্ট রাশিয়া সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্বের প্রথম করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি হয়ে গিয়েছে। এবার ঘোষণা করা হল, এই ভ্যাকসিনের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের চেয়ে কম হচ্ছে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-এর মধ্যে ৫০ কোটি মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিদেশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে চুক্তি করা হয়েছে। ভারতেও স্পুটনিক ভি ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়েছে। এই পরীক্ষা সফল হলে ভারতের বাজারে ভ্যাকসিন আসতে পারে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক, গামালেয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্লেষণে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। প্রথম ডোজ প্রয়োগের ৪২ দিন পরে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এই বিশ্লেষণ করা হয়েছে। এর আগে প্রথম ডোজ প্রয়োগের ২৮ দিন পরে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল, এই ভ্যাকসিন ৯১.৪ শতাংশ কার্যকর। তবে দেখা যাচ্ছে, যত দিন যাচ্ছে, ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)