এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল চিনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন, শুরু ২২ মে থেকে
চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পার্লামেন্টের অধিবেশনের নতুন দিন স্থির হয়েছে।
বেজিং: করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল চিনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন। এর আগে ঠিক ছিল, ৫ মার্চ থেকে শুরু হবে এই অধিবেশন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জানানো হয়েছে, ২২ মে থেকে শুরু হবে অধিবেশন।
চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পার্লামেন্টের অধিবেশনের নতুন দিন স্থির হয়েছে। চিনের পার্লামেন্টের প্রথমসারির সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বছরের ফেব্রুয়ারিতে বেজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই বার্ষিক অধিবেশন পিছিয়ে দেওয়ার খসড়া প্রস্তাব পাশ হয়। এবার পাকাপাকিভাবে সেই প্রস্তাব গৃহীত হল এবং অধিবেশনের নতুন দিন ঠিক করা হল।
শেষ খবর পাওয়া পর্যন্ত চিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪,৩৪৭। মৃত্যু হয়েছে ৪,৬৪৩ জনের। স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে চিন। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য যে অস্থায়ী হাসপাতালগুলি তৈরি করা হয়েছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement