এক্সপ্লোর
Advertisement
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, উদ্বেগ প্রকাশ করে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গেব্রিয়াস আরও জানিয়েছেন, চিন ও দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
জেনিভা: করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াস। তিনি বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। এটি গভীর উদ্বেগের বিষয়।
চিন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতালি, জাপান, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রেও মৃত্যু বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, ‘গত দু’সপ্তাহে চিনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৩ গুণ বেড়েছে। যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই দেশগুলির সংখ্যা তিনগুণ বেড়েছে। আগামীদিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। মৃত্যুও বাড়তে পারে। কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে, তারা সংক্রমণ রুখে দিতে সক্ষম। কিন্তু কয়েকটি দেশ এই সংক্রমণ রোখার জন্য কিছুই করছে না।’
.@WHO is deeply concerned by the alarming levels of the #coronavirus spread, severity & inaction, & expects to see the number of cases, deaths & affected countries climb even higher. Therefore, we made the assessment that #COVID19 can be characterized as a pandemic. https://t.co/97XSmyigME pic.twitter.com/gSqFm947D8
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) March 11, 2020
গেব্রিয়াস আরও জানিয়েছেন, চিন ও দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ৮১টি দেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ৫৭টি দেশে আক্রান্তের সংখ্যা ১০ বা তার কম। তবে সব দেশকেই সতর্ক থাকতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement