এক্সপ্লোর
Advertisement
কাজাকস্তানের অজানা নিউমোনিয়া, আসলে কোভিড নয়তো?
হু-র জরুরিকালীন স্বাস্থ্য কর্মসূচির কর্ণধার মাইকেল রায়ান জানিয়েছেন মধ্য এশিয়ায় হু হু করে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
নূর-সুলতান: কাজাকস্তানের অজানা নিউমোনিয়া হয়তো কোভিড-১৯-এরই অপ্রকাশিত এক রূপ। এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার জরুরিকালীন স্বাস্থ্য কর্মসূচির কর্ণধার মাইকেল রায়ান জানিয়েছেন মধ্য এশিয়ায় হু হু করে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। খেয়াল রাখতে হবে যে কাজাকস্তানে বিপুল গতিতে করোনা সংক্রমণের হারও বাড়ছে। গত দশ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার মানুষ।
রায়ান মনে করছেন, এ দেশে নিউমোনিয়ার যে অজানা রূপটা সামনে আসছে তা কোভিড-১৯-এর ভিন্ন একটা চেহারাও হতে পারে। সত্যিটা জানতে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, টেস্টের উপর আমরা গুরুত্ব আগের থেকে অনেক বাড়িয়েছি। অজানা নিউমোনিয়ার মধ্যে কোভিডের উপসর্গগুলো লুকিয়ে আছে কি না সেটা আমরা যাচাই করে দেখছি। উল্লেখ্য, কাজাকস্তানে চিনা রাষ্ট্রদূতের তরফে ইতিমধ্যেই সে দেশে থাকা চিনের মানুষদের সাবধান করে বলা হয়েছে যে নিউমোনিয়া নিয়ে সাবধান হওয়ার সময় এসেছে, কারণ ইতিমধ্যেই এর প্রভাবে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০ জনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement