এক্সপ্লোর
Advertisement
পর্যটনে উৎসাহ দেওয়ার জন্য অফিসে চার দিন কাজের পরিকল্পনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে।
ওয়েলিংটন: করোনা ভাইরাস মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। এবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একাধিক পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দার্ন। তাঁর পরিকল্পনাগুলির অন্যতম হল, সপ্তাহে চার দিন অফিস খোলা রাখা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মতে, অফিসের কাজ চার দিন সুবিধামতো সময়ে করার সুযোগ পেলে নাগরিকরা আরও বেশি বেড়াতে যাবেন। এর ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
ফেসবুক লাইভে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রতি সপ্তাহে কাজের দিন যদি কমে যায়, তাহলে ছুটির দিনের সংখ্যা বাড়বে। এটা অর্থনীতিকে ফের ঠিক পথে আনা এবং ঘরোয়া পর্যটনে উৎসাহ দেওয়ার একটা উপায় হতে পারে। আমি সবাইকে এটা ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। বেসরকারি সংস্থাগুলির মালিকরা যদি এটা করতে পারেন, তাহলে সপ্তাহে চার দিন কাজের ব্যবস্থা করুন। কাজের সময় নমনীয় রাখতেও পারেন। কারণ, এর ফলে সারা দেশে পর্যটন ক্ষেত্রে উন্নতি হবে। তাছাড়া এতে কর্মীদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা যাবে।’
তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সপ্তাহে চার দিন কাজের ব্যবস্থা হলে কর্মীরা কি এখনকার মতোই বেতন পাবেন? এই আশঙ্কার কারণ আছে। জাপান সহ কয়েকটি দেশে আগেই সপ্তাহে চার দিন অফিসের ব্যবস্থা করা হয়েছে। সেই দেশগুলিতে কর্মীদের বেতনও কমানো হয়েছে। নিউজিল্যান্ডেও সেটা হলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। সেই কারণে নিউজিল্যান্ডের অর্থনীতি চাঙ্গা করার উপায় নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেই এ বিষয়ে সংশয়ে। তবে জেসিন্দা আশাবাদী, তাঁর এই পরিকল্পনার ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement