এক্সপ্লোর
লকডাউন উঠে যাওয়ার পরও কর্মীরা পাকাপাকি বাড়ি থেকে কাজ করতে পারবেন, জানালেন ট্যুইটার সিইও
ট্যুইটারের পাশাপাশি গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজনের মতো সংস্থাগুলিও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে।

নিউ ইয়র্ক: করোনা ভাইরাসের জেরে বিভিন্ন সংস্থার কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। লকডাউন উঠে গেলে অবশ্য সবাই অফিসে গিয়েই কাজ করবেন। তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট ট্যুইটারের সিইও জ্যাক ডোরসি জানিয়েছেন, লকডাউন উঠে যাওয়ার পরেও তাঁরা কর্মীদের পাকাপাকিভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেবেন। এর আগে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়, মার্চ থেকে কর্মীরা বাড়িতে বসে কাজ করা শুরু করবেন। তবে সার্ভার মেনটেনেন্স বা এই ধরনের কাজ করেন যাঁরা, তাঁদের অফিসে আসতেই হবে। সেপ্টেম্বরের আগে অবশ্য অফিস খুলছে না বলে জানিয়ে দিয়েছেন ট্যুইটার সিইও। ট্যুইটারের পাশাপাশি গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজনের মতো সংস্থাগুলিও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। অফিস খোলার পরেও এই সংস্থাগুলির কর্মীরা চাইলে বাড়ি থেকেই কাজ করতে পারেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















