এক্সপ্লোর
Advertisement
মাদকের চোরাচালান, অর্থপাচারের অভিযোগ, দাউদের ঘনিষ্ঠ সঙ্গীকে ব্রিটেন থেকে আমেরিকায় প্রত্যর্পণে কোর্টের সম্মতি
সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণ হলে সে কড়া শাস্তির মুখে পড়তে পারে।
লন্ডন: দাউদ ইব্রাহিমের কুখ্যাত ডি-কোম্পানির অন্যতম শীর্ষনেতা জাবির মোতিকে ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়ে সম্মতি দিল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। পাকিস্তানের নাগরিক জাবিরের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ, মাদক চোরাচালান, অর্থপাচার, ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পর সেখানকার আদালতে সেই অভিযোগের বিচার হবে।
দাউদকে আগেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ঘনিষ্ঠ সঙ্গী জাবিরকে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের কাছে অনুরোধ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে আদালতে যায় জাবির। তবে তার আর্জি খারিজ করে দেন বিচারক জন জানি। আদালতের এই নির্দেশের ফলে প্রত্যর্পণের নির্দেশিকায় সই করতে বাধ্য ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেল। দু’মাসের মধ্যে এই দাউদ-ঘনিষ্ঠকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে। সে অবশ্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাতে পারে। তবে তার আইনজীবী ইঙ্গিত দিয়েছেন, তাঁরা সম্ভবত হাইকোর্টে যাবেন না।
ভারতের সঙ্গে ব্রিটেনের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেটি বেশ জটিল। সেই কারণেই বিজয় মাল্য বা নীরব মোদিকে এখনও ভারতে আনা যায়নি। কিন্তু ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিতে বিশেষ জটিলতা নেই। ফলে জাবিরকে দ্রুত প্রত্যর্পণ করা যেতে পারে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণ হলে সে কড়া শাস্তির মুখে পড়তে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement