Bangladesh News : বাংলাদেশের বিমানঘাঁটিতে বড় হামলা, পিছনে কাদের হাত ?
Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা।

Bangladesh News: ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে । মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কী বলছে বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।
কারা হামলা চালাল
হাসপাতাল সূত্রে খবর, সংঘর্ষের সময় আক্রান্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার 'মৃত্যু' হয়। সূত্র আরও জানিয়েছে, তার মাথার পেছনে গভীর আঘাত লেগেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কী কারণে সংঘর্ষ হয়েছে তা তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
বিস্ফোরক বার্তা শেখ হাসিনার
সম্প্রতি বাংলাদেশে 'হিংসাত্মক আন্দোলনে' নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ভার্চুয়াল কলে মুজিব কন্যা বলেন, '' আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্তা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব।'
ইউনূস নিজেই এই হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন
এই বলেই থেমে থাকেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''উনি নিজেই এই পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য ইউনূস এই পরিকল্পানা করেছে ।শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এখানে কোনও ছাত্র-জনতা ছিল না। অর্থাৎ ৭ জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, তাতে পুলিশ কোনও গ্রেনেড মারেনি বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
