এক্সপ্লোর
বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণ: খুশি বদলে গেলে আতঙ্কে, ফটোশ্যুটের সময় বিকট শব্দে প্রাণ বাঁচাতে দৌড় কনের, সামনে এল ভিডিও
ভিডিও দেখা গেছে,বিয়ের দিন সাদা গাউন পরে এক কনে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। হাসিখুশি উচ্ছ্বল মেজাজে ছিলেন তিনি।আচমকা বিকট বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়েন সবাই।
![বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণ: খুশি বদলে গেলে আতঙ্কে, ফটোশ্যুটের সময় বিকট শব্দে প্রাণ বাঁচাতে দৌড় কনের, সামনে এল ভিডিও viral video: Bride runs for life during wedding photoshoot after massive explosion in Beirut বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণ: খুশি বদলে গেলে আতঙ্কে, ফটোশ্যুটের সময় বিকট শব্দে প্রাণ বাঁচাতে দৌড় কনের, সামনে এল ভিডিও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/06010258/Untitled-4.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেইরুট: লেবাননের রাজধানী বেইরুটে মঙ্গলবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল। প্রাণ হারিয়েছে শতাধিক। আহতের সংখ্যা প্রায় চার হাজার। এই ভয়াবহ বিস্ফোরণ শহরে কী ধরনের ত্রাসের সঞ্চার করেছিল, সোশ্যাল মিডিয়ায় এর টুকরো টুকরো ছবি বা ভিডিও সামনে এসেছে। এমনই একটি ভিডিওতে বিয়ের এক কনেকে বিস্ফোরণের প্রাণের দায়ে দৌড়ে পালাতে দেখা গেল।
ভিডিও দেখা গেছে,বিয়ের দিন সাদা গাউন পরে এক কনে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। হাসিখুশি উচ্ছ্বল মেজাজে ছিলেন তিনি।আচমকা বিকট বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়েন সবাই। পরক্ষণেই কনে সহ ফটোশ্যুটের সবাই প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। হাসিখুশির সময়টা নিমেষে বদলে যায়। আতঙ্কের হিমেল স্রোত বয়ে যায় মেরুদণ্ড বেয়ে।
এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে এক ইউজার লিখেছেন, বেইরুটের এক কনে।
এর আগে আরও একটি ভিডিও সামনে এসেছিল। ওই ভিডিওতে বিস্ফোরণের পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে দেখা যায় এক পরিচারিকাকে। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, বিস্ফোরণে শহরের বন্দর ও ঘরবাড়ির বেশ কিছু ধ্বংস হয়ে গিয়েছে। বিস্ফোরণের পর দৈত্যাকার কালো ধোঁয়া ঢেকে দেয় শহরের আকাশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)