Iran Israel Conflict:ইরান-ইজরায়েল সংঘাতের মাঝেই পেট্রোল-ডিজেল-LPG নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর, 'ভারতে পর্যাপ্ত জ্বালানি ..'
Iran Israel Conflict Energy Supplies Issue Hardeep Singh Puri: ইরান-ইজরায়েল সংঘাতের মাঝেই, পেট্রোল, ডিজেল, LPG নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

নয়াদিল্লি: ইরান-ইজরায়েল সংঘাতে ফের অশান্ত পশ্চিম এশিয়া। আর এই পরিস্থিতিতে ভারতের জন্য় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। যা যথেষ্ট দুশ্চিন্তার। প্রভাব পরোক্ষভাবেও হলেও পড়ছে। হু হু করে পড়তে শুরু করেছে শেয়ার বাজার। আশঙ্কা করা হচ্ছে, মধ্য়প্রাচ্য়ের অস্থিরতার জেরে বাড়তে পারে তেলের দাম। ঠিক এহেন টানাপোড়েনের মাঝেই স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri ) । বলেন, ' ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবারহ রয়েছে'। তাই আগামী কয়েক মাস এবিষয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর।
India’s energy strategy is shaped by successfully navigating the trilemma of energy availability, affordability and sustainability under the dynamic leadership of PM Sh @narendramodi Ji.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 13, 2025
Held a periodic review with Secretary-@PetroleumMin and CMDs of India’s energy PSUs.
We have… pic.twitter.com/3dnmrHSG7B
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, 'আগামী মাসগুলির জন্য ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি (Adequate Energy Supplies) সরবারহ রয়েছে। পেট্রোলিয়াম সামগ্রী যথাক্রমে পেট্রোল, ডিজেল, বিমানের জ্বালানি, LPG -এই সকল কিছুই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই ভারতের তেল রাষ্ট্রয়ত্ত সংস্থারগুলির সঙ্গে আলোচনা হয়েছে', বলে শুক্রবার নিশ্চিত করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নের্তৃত্বে জ্বালানির সহজলভ্যতা, ক্রয়ক্ষমতা এবং স্থায়িত্বে (energy availability, affordability and sustainability) সাফল্য মেলায়, জ্বালানি কৌশলে দক্ষ হতে পেরেছে ভারত।'
শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমানবিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। বলার অপেক্ষা রাখে না, তারপরেই শুক্রবার বিশ্ব বাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। যার জেরে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে। এদিকে বিশ্ববাজারে একরাশ অনিশ্চয়তার মধ্যেই স্বস্তির খবর শোনালেন পুরী। Emkay Global এর প্রতিবেদন অনুসারে, ইরান প্রতিদিন প্রায় ৩.৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল (Crude oil) উৎপাদন করে। যা প্রায় গোটা বিশ্বের প্রায় ৩ শতাংশ। এর মধ্যে ১.৫ mbpd রফতানি করে দেয়। যার মধ্যে ৮০ শতাংশই আমদানি করে চীন। এর পিছনেই লাইনে দাঁড়িয়ে তুরস্ক। মোটের উপর যা গিয়ে দাঁড়াল, তা এটাই ইরান-ইজরায়েল সংঘাতে সৌদি, ইরাক, কুয়েতের তেল সরবারহের উপর একটা প্রভাব পড়ার ফলে তেলের দাম হুড়হুড়িয়ে বাড়তে পারে।






















