Iran Israel Conflict: 'অসাধারণ সামরিক সাফল্য, সেনাকে অভিনন্দন, রাতটা চ্যালেঞ্জিং ছিল', ইরানে হামলার পর বার্তা ট্রাম্পের
Donald Trump: B-2 বোমারু বিমান হামলা চালিয়েছে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে। ফোরদোতে ৬টি বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে।

Iran Israel Conflict: ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সেনা। সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এক্স মাধ্যমেই আমেরিকার সেনাকে অভিবাদন জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায় সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে আমেরিকার সেনা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার সেনার এয়ার স্ট্রাইকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। B-2 বোমারু বিমান হামলা চালিয়েছে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে। ফোরদোতে ৬টি বাঙ্কার বাস্টার ফেলা হয়েছে বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে।
#WATCH | US strikes Iran's three nuclear facilities
— ANI (@ANI) June 22, 2025
US President Donald Trump says, "Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the… pic.twitter.com/KQdMgczaJo
ট্রাম্প জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা। এর পাশাপাশি বিশ্বের এক নম্বর রাষ্ট্র, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, তাদের দ্বারা যে পারমাণবিক সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা বন্ধ করা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার সেনার হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
#WATCH | "I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight... Hopefully, we will no longer need their services and this capacity. I hope that so", says US President Trump after the US strikes Iran's three nuclear facilities amid the… pic.twitter.com/FVTycpLhgO
— ANI (@ANI) June 22, 2025
আমেরিকার সেনাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি সেই মহান আমেরিকান দেশপ্রেমিকদের অভিনন্দন জানাতে চান যাঁরা এই অভিযান সফল করেছেন। আগামী দিনে এই বাহিনীর ক্ষমতা এবং পরিষেবার আর প্রয়োজন হবে না বলেই আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেনা যে রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে, সেই রাত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমেরিকা বড় হামলা চালিয়েছে। আজকের রাতটা চ্যালেঞ্জিং ছিল। ঈশ্বর মধ্যপ্রাচ্য ও আমেরিকাকে আশীর্বাদ করুন।' জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প।























