Iran-Israel Conflict: 'ডিল করুন, নাহলে আরও পাশবিক হত্যালীলার পরিকল্পনা প্রস্তুত', ইরানকে হুঙ্কার ট্রাম্পের
Donald Trump warns Iran : Rising Lion অপারেশন চালিয়ে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইজরায়েল। তারা একাধিক বহু মূল্যবান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

তেহরান : ইরানের উপর ইজরায়েলের হামলাকে "চমৎকার" বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি আরও অনেক কিছু আসতে চলেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। ABP রিপোর্টারকে দেওয়া উদ্ধৃতি অনুযায়ী ট্রাম্প বলেছেন, "আমার মনে হয়, এটা চমৎকার হয়েছে। আমরা ওদের একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওরা সেটা গ্রহণ করেনি। তাই ওদের জোর আঘাত করা হয়েছে। তুমি যতটা আঘাত পাবে, ওরা ততটাই আঘাত পেয়েছে। আরও অনেক কিছু আসতে চলেছে। অনেক কিছু।" ইজরায়েলের হামলার সঙ্গে আমেরিকার যোগ আছে কি না ABC নিউজ জানতে চাইলে ট্রাম্প বলেন, "এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না।"
Rising Lion অপারেশন চালিয়ে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। তারা একাধিক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল- নাতাঞ্জে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে বিমান হামলার প্রথম ধাপের কয়েক ঘণ্টা পরেই কালো ধোঁয়া বাতাসে উড়তে দেখা গেছে।
পাল্টা জবাব দিয়েছে ইরানও। ইজরায়েলের সামরিক বিভাগ থেকে জানানো হয়েছে, ইজরায়েলের দিকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সেইসব ড্রোন তারা গুলি করে নামানোর চেষ্টা করছে।
ইজরায়েলের এই হামলার ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি বলেছেন, "এই অপরাধের মাধ্যমে, ইহুদি সরকার নিজেদের এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত করেছে, এবং অবশ্যই তা হবে।" তেহরানের বিরুদ্ধে তাদের কার্যকলাপের জন্য "মারাত্মক শাস্তি" পেতে হবে ইহুদি রাষ্ট্রকে, এমনই সতর্কবার্তা দিয়ে খামেনি বলেছেন, "আমাদের প্রিয় দেশে অপরাধের জন্য ইজরায়েল তার দুষ্ট ও রক্তাক্ত হাত খুলে দিয়েছে, আবাসিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আগের চেয়েও বেশি করে তাদের বিদ্বেষপূর্ণ স্বভাব প্রকাশ করেছে।"
ইজরায়েলের হামলায় মহিলা ও শিশু-সহ অনেকের প্রাণহানি হয়েছে। এর পাশাপাশি অন্ততপক্ষে ৯৫ জন গুরুতর জখম বলে জানিয়েছে তেহরান।
এই আবহে সোশাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, "চুক্তি করার জন্য ইরানকে একের পর এক সুযোগ দিয়ে গেছি। আমি ওদের কড়া ভাষায় বলেছি যে, এটা করো (জাস্ট ডু ইট)। ওরা যেভাবেই চেষ্টা করুক, যত কাছেই আসুক, ওরা এটা করতে পারবে না...ইতিমধ্যেই অনেক মৃত্যু ও ধ্বংস হয়েছে, ইতিমধ্যেই আরও পাশবিক হত্যালীলা পরিকল্পনা হয়ে গেছে, যা থামানো যেতে পারে। কোনো কিছু অবশিষ্ট থাকার আগে ইরানকে চুক্তি করতেই হবে, একসময় যা ইরান সাম্রাজ্য হিসাবে পরিচিত ছিল তাকে রক্ষা করুন।"
US President Donald Trump posts, "I gave Iran chance after chance to make a deal. I told them, in the strongest of words, to "just do it," but no matter how hard they tried, no matter how close they got, they just couldn't get it done...There has already been great death and… pic.twitter.com/RnD03bXuSY
— ANI (@ANI) June 13, 2025






















