Israel Gaza War:গাজায় সামরিক গতিবিধিতে কৌশলগত বিরতির পরিকল্পনা ইজরায়েলের
IDF Soldiers Killed: সংঘর্ষবিরতি নয়, সামরিক গতিবিধিতে কৌশলগত বিরতি! দক্ষিণ গাজায় যাতে আরও বেশি করে মানবিক ত্রাণ আসতে পারে, সে জন্য় এমন পদক্ষেপ করতে চলেছে ইজরায়েল
কলকাতা: সংঘর্ষবিরতি নয়, সামরিক গতিবিধিতে কৌশলগত বিরতি! দক্ষিণ গাজায় (Israel Gaza War) যাতে আরও বেশি করে মানবিক ত্রাণ আসতে পারে, সে জন্য় এমন পদক্ষেপ করতে চলেছে ইজরায়েল। তবে রাফায় যে কোনও সংঘর্ষবিরতি হচ্ছে না, যুদ্ধ যে চলবে, সে কথাও জানিয়ে দিয়েছে আইডিএফ। এদিকে গত কাল, শনিবার, একটি বিস্ফোরণে রাফাতেই মারা যান ৮ জন ইজরায়েলি সেনা।
কৌশলগত বিরতি নিয়ে বিশদ...
ইজরায়েলের সামরিক কৌশলগত বিরতির অর্থ কেরেম শালোমের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে উত্তর পর্যন্ত বড় একটি রুট ত্রাণ চলাচলের জন্য খুলে যাবে। যদিও ত্রাণ সংগঠনগুলির দাবি, এই বিরতির ঠিক কী অর্থ, সেটি এখনও স্পষ্ট নয়। এমনিতে, গাজায় মানবিক ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল, বিশেষত মিত্রদেশগুলির চাপ বাড়ছিল ইজরায়েলের উপর। আমেরিকাও ব্যতিক্রম নয়। ইজরায়েলের সংবাদমাধ্যমগুলি আবার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বা প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই বিরতির পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল নন। এও জানা যাচ্ছে, এই ধরনের পরিকল্পনা মোটেও 'গ্রহণযোগ্য' নয় বলে সেনাসচিবকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ইজরায়েলের দাবি, রাফায় তাদের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি হামাসের 'শেষ শক্ত ঘাঁটি' বলে মনে করে ইজরায়েল। তাই সেটি পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামতে রাজি নয় তারা। অন্য দিকে, গাজায় ভয়ঙ্কর মানবিক সঙ্কটের সতর্কবার্তা দিয়ে আসছে আন্তর্জাতিক সংগঠনগুলি। গত বুধবারও বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রধান, তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস মনে করান, গাজার বাসিন্দাদের বড় অংশ 'ভয়ঙ্কর ক্ষিদে এবং খরার মতো পরিস্থিতি'-তে ভুগতে শুরু করেছে। ত্রাণ সংস্থাগুলির বক্তব্য, যে কটি ট্রাক ঢোকা প্রয়োজন, এখনও তার থেকে অনেকটাই কম ট্রাক ঢুকছে।
আইডিএফ সদস্যের মৃত্যু...
গত কাল, রাফায় এক ভয়ঙ্কর বিস্ফোরণে ৮ জন ইজরায়েলি সেনার মৃত্যু হয় বলে জানিয়েছে আইডিএফ। হামাসের যে সশস্ত্র বাহিনী রয়েছে, তারা জানায় আইডিএফের সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে রকেট ছুড়েছিল। পাশাপাশি হামলাও চলে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু আগে একাধিক বার জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে এই যুদ্ধ চলতে থাকে। একই সঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কেউ বা কারাও যেন ইজরায়েলকে এই পথ থেকে সরতে বাধ্য না করে। কিন্তু ত্রাণ-সংগঠনগুলি বার বার জানাচ্ছে, গাজার সর্বত্র সাহায্য পৌঁছে দেওয়া একপ্রকার অসম্ভব। এমনকি, সমস্ত নথি থাকা সত্ত্বেও উত্তর গাজায় একটি কনভয়কে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।
আরও পড়ুন:'হ্যালো ফ্রম মেলোডি টিম', মোদির সঙ্গে খোস-মেজাজে ভিডিও পোস্ট মেলোনির, মুহূর্তে ভাইরাল