Israel Hamas War: অস্ত্রবোঝাই মার্কিন বিমান এসে পৌঁছল ইজরায়েলে
Israel Palestine War Live: পশ্চিম এশিয়ার অন্যতম বড় যুদ্ধ হতে চলেছে এখন চলা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ। অবিরাম গোলা বর্ষণ, মিসাইল হামলার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন দুপক্ষের অসংখ্য সাধারণ মানুষ।

Background
ইজরায়েল-হামাস (Israel War) সংঘর্ষে কুরুক্ষেত্র মধ্য প্রাচ্য (Middle East)। কার্যত ধবংসস্তূপ গাজা সীমান্তবর্তী এলাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় হাজারের বেশি ও ইজরায়েলে ৮০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে ১৮০০-র বেশি মানুষ এখনও পর্যন্ত নিহত। আহতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি দিয়েছে হামাস বাহিনী। যুদ্ধ ওরা শুরু করেছে, শেষ করব আমরা, পাল্টা হুঙ্কার ইজরায়েলের প্রধানমন্ত্রীর (PM of Israel)।
আকাশ জুড়ে আগুনের ঝলকানি। অবিরাম মিসাইল বর্ষণ। মুহুর্মুহু বোমা। কালো ধোঁয়ার কুণ্ডলী। কান ফাটানো শব্দ। বাতাসে বারুদ আর পোড়া গন্ধ। রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ। দিকে দিকে আহতদের আর্তনাদ। যুদ্ধের চতুর্থ দিনে ক্ষতবিক্ষত ইজরায়েল ও প্য়ালেস্তাইন-দুই দেশই। মধ্য়প্রাচ্য় যেন মৃত্য়ুপুরী।
গাজা ভূখণ্ড (Gaza Strip) কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। ইজরায়েলের ভয়ঙ্কর প্রত্য়াঘাতের মুখে দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি দিয়েছে হামাস। প্যালেস্তাইন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। গত শনিবার সকালে আচমকা ইজ়রায়েল ভূখণ্ডে ঢুকে প্যালেস্তাইনের হয়ে হামলা চালায় হামাস (Hamas) বাহিনী।
২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। পাল্টা সরাসরি যুদ্ধ ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোলা বর্ষণ। মুর্হুমুহু মর্টার হানা। গাজার রাস্তায় পড়ে রয়েছে হামাস-যোদ্ধাদের মৃতদেহ। শুধু রক্তক্ষয়ী হামলার কড়া জবাব দেওয়াই নয়, গাজ়াকে ভাতে মারারও পণ করেছে ইজ়রায়েল। খাবার, বিদ্যুৎ, পানীয় জল, জরুরি পরিষেবার জন্য তারা অনেকাংশেই ইজ়রায়েলের উপর নির্ভরশীল। সেই জরুরি পরিষেবা বন্ধ করেছে ইজ়রায়েল। ফলে, শুধু খাবার, পানীয় জলের অভাবই নয়।
Israel Hamas War Live : গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ
না হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Israel Palestine War Live: ইজরায়েলে হামাসের হামলায় নিহত বা নিখোঁজ ১৭ জন ব্রিটিশ নাগরিক
ইজরায়েলে হামাসের হামলায় নিহত বা নিখোঁজ ১৭ জন ব্রিটিশ নাগরিক, দাবি বিবিসির






















