ট্রাম্পের সফরের আগে ভারতকে ভিডিওতে ‘বদলার হমকি’ জইশের
মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসছেন।
নয়াদিল্লি: মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ভিডিও-বার্তায় ভারতকে 'বদলার হুমকি' দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
ভিডিওতে ভারত সরকারকে হুমকি দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘হত্যাকারীদের ক্ষমা করা হবে না। যেভাবে তোমরা মুসলিমদের হেনস্থা করেছ এবং তাদের ভাবনাকে ধ্বংস করেছ, তার বদলা নেওয়া হবে। শান্তির অনেক ঘুমপাড়ানি গান শুনেছি আমরা..এখন সব অজুহাত শেষ হয়ে গিয়েছে। সময় এসেছে অসংযত হওয়ার।’
সূত্রের খবর, ভিডিওটি ও তাতে বলা কথাগুলি পাকিস্তানের পরিকল্পনা ট্রাম্পের ভারত সফরের সময় এটা দেখানো যে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কাশ্মীরিরা ক্ষিপ্ত হয়ে নাশকতামূলক হামলা চালাচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের ভারত সফরে আসছেন। এদিকে, কেন্দ্রীয় সূত্রের খবর, গোয়েন্দা সংস্থাগুলির কাছে গোপন-তথ্য এসেছে যে, চলতি মাসের গোড়ায় পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি-গোষ্ঠীগুলির সঙ্গে একটি বৈঠক হয় পাক সেনা ও আইএসআই আধিকারিকদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, হিজবুল মুজাহিদিনকে ফের সক্রিয় করা হবে।
সূত্রের আরও খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাক-জঙ্গিদের পরিবর্তে কাশ্মীরি জঙ্গিদের আরও বড় দায়িত্ব দেওয়া হবে। নির্দেশ দেওয়া হয়েছে, লস্কর-এ-তৈবা ও জয়েশ-ই-মহম্মদের পরিবর্তে এখন থেকে যাবতীয় জঙ্গি হামলার সব দায়িত্ব নেবে হিজবুল।
শুধু তাই নয়। কাশ্মীরিদের মনে ভয় ধরানোর জন্য পুলিশ, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে নগরাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ—সকলের ওপর হামলা হবে। পাশাপাশি, নিরাপত্তাবাহনীর কনভয় ও ঘাঁটিতে বড়সড় নাশকতা হামলা চালানোর চেষ্টা করা হবে বলেও উঠে আসে ওই বৈঠকে।