![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
জম্মু-কাশ্মীরের হান্ডওয়াড়ায় সংঘর্ষে নিহত ২ অফিসার সহ চার সেনাকর্মী, এক পুলিশ সাব-ইন্সপেক্টর, খতম ২ জঙ্গিও
গোপন সূত্রে খবর আসে, জঙ্গিদের একটি দল হান্ডওয়াড়ার চাঙ্গিমুল্লা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে।
![জম্মু-কাশ্মীরের হান্ডওয়াড়ায় সংঘর্ষে নিহত ২ অফিসার সহ চার সেনাকর্মী, এক পুলিশ সাব-ইন্সপেক্টর, খতম ২ জঙ্গিও Jammu and Kashmir: Four Indian Army Personnel Martyred in Handwara Encounter, Two Terrorists Gunned Down by Security Forces জম্মু-কাশ্মীরের হান্ডওয়াড়ায় সংঘর্ষে নিহত ২ অফিসার সহ চার সেনাকর্মী, এক পুলিশ সাব-ইন্সপেক্টর, খতম ২ জঙ্গিও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/27215226/militant-Encounter-terrorism-kashmir-army1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্ডওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন দুই অফিসার সহ চার সেনা কর্মী এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার। ওই এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গিও।
Team of 21 RR had entered the house of a civilian to prevent a hostage situation when they came under attack from terrorists who had already reached there.4 Armymen& a Sub Inspector lost their lives. Civilians stuck in the house were also safely evacuated: Indian Army Officials https://t.co/s02tsSvh9l
— ANI (@ANI) May 3, 2020
সেনার তরফে জানানো হয়েছে, যে চার সেনাকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ২১ রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল পদমর্যাদার কমান্ডিং অফিসার, ওই ইউনিটের মেজর এবং আরও ২ জওয়ান। এছাড়া মারা গিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক সাব-ইন্সপেক্টরও।
Colonel Ashutosh Sharma, Commanding Officer of 21 Rashtriya Rifles unit lost his life in an encounter yesterday with terrorists in Handwara area of Jammu and Kashmir. He had been part of several successful counter-terrorist operations in the past. pic.twitter.com/0buVlo9shj
— ANI (@ANI) May 3, 2020
সেনা জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে, জঙ্গিদের একটি দল হান্ডওয়াড়ার চাঙ্গিমুল্লা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ দল। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে মৃত্যু হয় কর্নেল আশুতোষ শর্মার। সেনার তরফে জানানো হয়েছে, ওই অফিসার অতীতে একাধিক সফল জঙ্গিদমন অভিযানে অংশ নিয়েছিলেন। মৃত্যু হয় রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার এবং ওই ইউনিটের আরও দুই জওয়ানের। এছাড়া, মারা যান পুলিশের এক সাব ইন্সপেক্টরের। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)