July Bank Holidays: জুলাইয়ে ১৫দিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন বিস্তারিত তথ্য
জুলাই মাসে কি ব্যাঙ্কে আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে ? তাহলে খেয়াল করুন। বেশ কয়েকটি ছুটি রয়েছে এই মাসে।
নয়া দিল্লি : জুলাই মাসে কি ব্যাঙ্কে আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে ? তাহলে খেয়াল করুন। বেশ কয়েকটি ছুটি রয়েছে এই মাসে। আগমী মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে আরবিআইয়ের ক্যালেন্ডার লিস্ট অনুযায়ী ৯টি এবং বাকি দিনগুলি সপ্তাহান্তের ছুটি। যদিও রাজ্যভিত্তিতে ব্যাঙ্কের কার্জকর্ম নির্ভর করছে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা বজায় থাকবে।
ছুটি নিয়ে আরবিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে-দ্বিতীয় ও চতুর্থ শনি-রবিবার সহ কয়েকদিন পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। যদিও এই দিনগুলিতে অনলাইন পরিষেবা পাওয়া যাবে। তবে ব্যাঙ্ক ও রাজ্যের ভিত্তিতে এই ছুটিগুলি পৃথক হতে পারে।
আরবিআই তিনটি ধারায় ছুটি রাখে। সেগুলি হল- হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস অ্যান্ড রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্স ক্লোজিং অফ অ্যাকাউন্টস।
তবে রাজ্যে উৎসবের দিন অনুযায়ীও ছুটি নির্ভর করে। বা, নির্দিষ্ট উৎসবের জন্য সংশ্লিষ্ট রাজ্যে কবে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার উপর নির্ভর করে। এবার দেখে নিন ব্যাঙ্ক-বন্ধের দিনগুলি-
- ৪ জুলাই- রবিবার
- ১০ জুলাই- মাসের দ্বিতীয় শনিবার
- ১১ জুলাই- রবিবার
- ১৮ জুলাই- রবিবার
- ২৪ জুলাই- মাসের চতুর্থ শনিবার
- ২৫ জুলাই- রবিবার
জুলাইয়ে ছুটির তালিকা দেখে নেওয়া যাক
- ১২ জুলাই- কঙ্গ(রথযত্রা)
- ১৩ জুলাই- ভানু জয়ন্তী
- ১৪ জুলাই- দ্রুকপা সেচি
- ১৬ জুলাই- হরেলা
- ১৭ জুলাই- ইউ তিরত সিঙ্গ ডে/খরচি পূজা
- ১৯ জুলাই- গুরু রিম্পচের ঠুঙ্কার সেচে
- ২০ জুলাই- বকরিদ
- ২১ জুলাই- বকরি ঈদ(ঈদ-উল-জুহা)(ঈদ-উল-আধা)
- ৩১ জুলাই- কের পূজা