এক্সপ্লোর
Advertisement
কে এই গৌতম কিচলু, যাঁকে বিয়ে করতে চলেছেন সিংহম নায়িকা কাজল আগরওয়াল?
গৌতম ম্যারাথনও দৌড়ন। মুম্বইয়ে একাধিক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি।
মুম্বই: কাজল আগরওয়াল বিয়ে করতে চলেছেন। ৩০ তারিখ তিনি বিয়ে করবেন ব্যবসায়ী গৌতম কিচলুকে। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।
অগাস্ট থেকে কাজলের বিয়ের গুঞ্জন শুরু হয়, শোনা যায়, তিনি গৌতমের সঙ্গে আংটি বদল করেছেন। আর আজ সকালে কাজল নিজেই জানান, তিনি ৩০ অক্টোবর বিয়ে করবেন গৌতমকে।
দক্ষিণী তো বটেই, মুম্বইয়ের ছবিরও নামী অভিনেত্রী কাজল। কিন্তু গৌতমকে সেভাবে কেউ চেনেই না। শুধু জানা ছিল, তিনি ইন্টিরিয়র ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত, নিজস্ব ডিজাইনিং স্টোর রয়েছে। খবর নিয়ে জানা গিয়েছে, তাঁর স্টোরের নাম ডিসার্ন লিভিং, এটি রয়েছে মুম্বইয়ের মালাডে। তাঁর ইনস্টাগ্রাম বায়োতে লেখা, ইন্টারনেট আঁতেপ্রেনার, ইন্টিরিয়র্স, টেক, ডিজাইন এনথুসিয়াস্ট। নিজস্ব ছবি নয়, তাঁর ইনস্টাগ্রাম ভর্তি তাঁর কাজ ও স্টোরের ছবিতে।
গৌতম ম্যারাথনও দৌড়ন। মুম্বইয়ে একাধিক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি।
কাজলের সঙ্গে তাঁর বিয়ে হবে মুম্বইতেই, থাকবেন দু’পক্ষের ঘনিষ্ঠ কিছু আত্মীয়, বন্ধুবান্ধব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement