এক্সপ্লোর
Advertisement
কাঁকুড়গাছি জোড়া মৃত্যু: পুলিশের জালে অমিতকে পিস্তল-গুলি সরবরাহকারী বিহারের অস্ত্র বিক্রেতা
শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বচসায় জড়ান অমিত। তারপর ল্যাপটপ ব্যাগ থেকে আগ্নেয়স্ত্র বের করে গুলি চালান।
কলকাতা: জুন মাসের শেষাশেষি কাঁকুড়গাছিতে জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। বেঙ্গালুরুতে স্ত্রী ও কলকাতায় শাশুড়িকে খুন করে আত্মঘাতী হন অমিত অগ্রবাল নামে এক ব্যক্তি।
তদন্তে জানা যায়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত অগ্রবাল। বন্ধুকে মেসেজ করে ডেকে পাঠান বিমানবন্দরে। অনুরোধ করেন, ছেলেকে বেলঘরিয়ায় দাদা প্রদীপ অগ্রবালের বাড়িতে পৌঁছে দিতে। বন্ধুকে তিনি জানান, তাঁর সেক্টর ফাইভে কাজ রয়েছে এরপর প্রি-পেড ট্যাক্সি বুথ থেকে ক্যাবে চড়ে শ্বশুরবাড়ি যান অমিত।
শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বচসায় জড়ান অমিত। তারপর ল্যাপটপ ব্যাগ থেকে আগ্নেয়স্ত্র বের করে গুলি চালান। দরজায় লেগে প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিটি শাশুড়ির মাথায় লাগে। তৃতীয় গুলি নিজের মাথায়।
ঘটনার পর থেকেই অস্ত্র সরবরাহকারীর সন্ধান পাওয়ার চেষ্টা চালায় পুলিশ। তদন্তকারীরা তখন নিশ্চিত ছিলেন, ল্যাপটপ ব্যাগপ্যাকে করেই সরবরাহ করা হয়েছিল সেভেন এমএম পিস্তল এবং ১২টি গুলি ভর্তি দুটি ম্যাগাজিন।
অবশেষে সেই অস্ত্র সরবরাহকারীর হদিশ পেল পুলিশ। বিহারের নওয়াদা থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত পঙ্কজ কুমার জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি নিয়ে কলকাতায় আসে সে। সেগুলি তুলে দেয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত অগ্রবালের হাতে।
এর থেকে পরিষ্কার, বহু আগে থেকেই খুনের পরিকল্পনা ছিল অমিতের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement