এক্সপ্লোর
Advertisement
হাথরসকাণ্ডে উত্তাল দেশ, ৭ বছর পরও কেন সাজা পেল না গণধর্ষণে দোষীরা? কামদুনিতে মিছিল প্রতিবাদীদের
২০১৩ সালের ৭ জুন কামদুনিতে ২১ বছরের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। মোট ৬ জনকে দোষী সাব্যস্ত করে কলকাতার নগর দায়রা আদালত। ৩ জনকে ফাঁসি, ৩ জনকে যাবজ্জীবনের সাজা শোনান বিচারক। অভিযুক্তদের তরফে রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। এখনও বিচারাধীন এই মামলা।
কলকাতা: উত্তরপ্রদেশের হাথরসকাণ্ড নিয়ে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ২০১৩ সালের কামদুনিকাণ্ডের পর ৭ বছর কেটে গেলেও এখনও শাস্তি পায়নি দোষীরা। দ্রুত শাস্তি পাক তারা, এই দাবিতে বুধবার কামদুনিতে মিছিল করলেন কামদুনির নির্যাতিতার ভাই, দুই বন্ধু টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালরা। মিছিলে পা মেলালেন চিত্রশিল্পী সমীর আইচ, শ্বাশতী ঘোষ সহ বহু প্রতিবাদী। কামদুনি মোড় থেকে নির্যাতনের ঘটনাস্থল পর্যন্ত হল প্রতিবাদ মিছিল। অপরাধীরা শাস্তি পেলে তবেই সুবিচার মিলবে, এই দাবিই ওঠে সেখানে।
২০১৩ সালের ৭ জুন কামদুনিতে ২১ বছরের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। মোট ৬ জনকে দোষী সাব্যস্ত করে কলকাতার নগর দায়রা আদালত। ৩ জনকে ফাঁসি, ৩ জনকে যাবজ্জীবনের সাজা শোনান বিচারক। অভিযুক্তদের তরফে রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। এখনও বিচারাধীন এই মামলা।
বুধবার প্রথমে কামদুনির নির্যাতিতার স্মৃতি বেদিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয়। সেখান থেকে মিছিল করে নির্যাতনের জায়গা পর্যন্ত যাওয়া হয়। কেন এখনও দোষীরা শাস্তি পেলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবাদীরা। সমীর আইচ বলেন, মুখ্যমন্ত্রী হাথরসের বিরুদ্ধে সরব হচ্ছেন অথচ কেন কামদুনির দোষীদের শাস্তি পাওয়ার বিষয়ে সক্রিয় হচ্ছেন না?
একই দাবি করেছেন দুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা কয়াল। মৌসুমী কেন এখনও আদালতে ঝুলে রয়েছে এই মামলা, প্রশ্ন তোলেন। কামদুনির দোষীরা এখনও শাস্তি পেল না, অথচ কোনও প্রতিবাদ নেই, বলেন টুম্পা। কামদুনির দোষীরা শাস্তি পেলেই নির্যাতিতার আত্মা শান্তি পাবে বলে মনে করছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement