এক্সপ্লোর
Advertisement
কৃষক আন্দোলনের সমর্থক বৃদ্ধাকে শাহিনবাগের দাদির সঙ্গে ‘গুলিয়ে ফেলে’ আক্রমণ! কঙ্গনাকে আইনি নোটিস
কঙ্গনা বলেছিলেন, ১০০ টাকা দিলেই এদের ভাড়া পাওয়া যায়!
নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জন্য আইনি নোটিস দেওয়া হল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। কয়েকদিন আগে দিল্লির কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধার সঙ্গে ’ শাহিনবাগের দাদি‘-কে গুলিয়ে ফেলেছিলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, এই ধরনের প্রতিবাদীদের একশো টাকার বিনিময়ে ভাড়া পাওয়া যায়। তাঁর এই মন্তব্যের জন্য অভিনেত্রীকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
পঞ্জাবের আইনজীবী হরকম সিংহ কঙ্গনা রানাউতকে ৩০ নভেম্বর আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করার আগে তিনি যেন তার সত্যতা যাচাই করে নেন। ওই টুইটের জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতেও বলা হয়েছে। আইনজীবীর কথায়, ’’ বিলকিস বানোর সঙ্গে মহিন্দর কৌরকে গুলিয়ে ফেলে অসম্মানজনক মন্তব্য করার জন্য কঙ্গনাকে নোটিস পাঠানো হয়েছে। উনি বলেছিলেন ১০০ টাকা দিলেই এদের ভাড়া পাওয়া যায়। ক্ষমা চাওয়ার জন্য কঙ্গনাকে সাতদিন সময় দেওয়া হচ্ছে। তিনি ক্ষমা না চাইলে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।‘‘
দিল্লির কৃষক আন্দোলনে যোগদানকারী ওই বৃদ্ধা সম্পর্কে আইনজীবী বলেছেন, ’’ ওই মহিলা ভুয়ো নন। মহিন্দর কৌর পঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা। কৃষক লাভ সিংহ নমবারদারের স্ত্রী। মাটির সঙ্গে তাঁর আজীবন সম্পর্ক ছিল।‘‘
আইনজীবী জানিয়েছেন, দিল্লির কৃষক আন্দোলনে অংশ নেওয়া ওই বৃদ্ধা সম্পর্কে অভিনেত্রী ওই ধরনের মন্তব্য করে শুধু ওই মহিলাকে অপমান করেছেন তাই নয়, সব মহিলাকে অসম্মান করেছেন, এমনকি যারা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়ছেন আন্দোলনে অংশ নেওয়া তাদের সকলকে অপমান করেছেন ঊর্মিলা মাতন্ডকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement