এক্সপ্লোর
Advertisement
কনৌজের দিওয়ার মার্গে মর্মান্তিক বাস দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অন্তত ২০ জনের
কনৌজের দুর্ঘটনায় শনিবার ট্যুইটারে দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন,‘উত্তরপ্রদেশের কনৌজের পথ দুর্ঘটনার কথা জেনে আমি গভীরভাবে শোকাহত। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।’
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ২০ জনের । জখম ২৫। গতকাল কনৌজের দিওয়ার মার্গে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ২ টি গাড়িতেই আগুন ধরে যায়। আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। বাসটি যাত্রী নিয়ে জয়পুর যাচ্ছিল। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
কনৌজের দুর্ঘটনায় শনিবার ট্যুইটারে দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন,
‘উত্তরপ্রদেশের কনৌজের পথ দুর্ঘটনার কথা জেনে আমি গভীরভাবে শোকাহত। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।’
उत्तर प्रदेश के कन्नौज में हुए भीषण सड़क हादसे के बारे में जानकर अत्यंत दुख पहुंचा है। इस दुर्घटना में कई लोगों को अपनी जान गंवानी पड़ी है। मैं मृतकों के परिजनों के प्रति अपनी संवेदनाएं प्रकट करता हूं, साथ ही घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
‘কনৌজ থেকে জয়পুরগামী একটি বাস দিওয়ার মার্গে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, এরপরে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কয়েকজন বাসযাত্রীকে উদ্ধার করে।", জানিয়েছে কানপুর পুলিশ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা, ক্ষতিগ্রস্তদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement