এক্সপ্লোর
Advertisement
এ বছরের নারী শক্তি পুরস্কার পাচ্ছেন কেরলের দুই অশীতিপর বৃদ্ধা কার্তিয়ানী ও ভাগীরথী আম্মা
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ৮ তারিখ নারী শক্তি পুরস্কার তুলে দেবেন এঁদের হাতে।
নয়াদিল্লি: বয়স তখন ৯৬। কিন্তু তাকে থোড়াই কেয়ার করে চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষায় দুর্দান্ত নম্বর পেয়ে পাশ করেন কেরলের কার্তিয়ানী আম্মা। রাজ্যের সাক্ষরতা মিশন প্রকল্পে তিনিই সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি এই পরীক্ষায় পাশ করেন। চতুর্থ শ্রেণির সমান মানের এমনই এক পরীক্ষায় এ বছর পাশ করেছেন কেরলেরই ১০৫ বছরের ভাগীরথী আম্মা। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ৮ তারিখ নারী শক্তি পুরস্কার তুলে দেবেন এঁদের হাতে।
Kerala: 96-yr-old Karthiyani Amma (pic1) who scored 98/100 marks in 2018 and 105-yr-old Bhageerathi Amma (pic2) who became the oldest equivalency course student of Kerala State Literacy Mission, to be jointly awarded the 'Nari Shakti Puraskar 2019' by the President on March 8. pic.twitter.com/EL0YT9MWBI
— ANI (@ANI) March 5, 2020
কার্তিয়ানী আম্মা এখন ৯৮। ২০১৮-য় ১০০-র মধ্যে ৯৮ নম্বর পেয়ে কেরল সাক্ষরতা মিশনের অক্ষরালক্ষ্যম পরীক্ষা পাশ করেন তিনি। এত নম্বর পাওয়ার রহস্য হিসেবে বলেছিলেন, তিনি কারও থেকে টোকেননি, উল্টে অন্যদের তাঁর খাতা দেখে লিখতে দিয়েছেন। যখন ছোট ছিলেন, অন্য ছেলেমেয়েদের দেখে তাঁরও পড়াশোনা করতে খুব ইচ্ছে করত কিন্তু সুযোগ পাননি। যদি পড়াশোনা করতেন, তাহলে সরকারি চাকুরে হতেন।
এখন ১০০ ছুঁই ছুঁই আম্মার হাতে সময়, সুযোগ দুই-ই এসেছে। ২ মাসে শিখে ফেলেছেন অঙ্ক আর মালয়ালম, ইংরেজি অক্ষর। পরীক্ষায় তুখোড় রেজাল্ট করে এবার তাঁর ইচ্ছে আরও পড়াশোনা করার, কম্পিউটার শেখার।
একইভাবে এতদিনে ঝাড়া হাত পা হয়েছেন ১০৫ বছরের ভাগীরথী আম্মা। কেরলের কোল্লামের বাসিন্দা ভাগীরথী আম্মাও চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষা পাশ করেছেন, নম্বর পেয়েছেন ২৭৫-এ ২০৫। এবার পাশ করতে চান দশম শ্রেণির সমতুল্য পরীক্ষা। অঙ্ক খুব সোজা লাগে ভাগীরথী আম্মার। ৭৫-এ ৭৫ পেয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement