Pahelgam Incident: 'প্রায় পালিয়েই এসেছিলাম, একটুর জন্য ধরা পড়ে গেলাম, সব শেষ হয়ে গেল'...
Kashmir News: এলআইসি- র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সুশীল নাথানিয়েল। স্ত্রী জেনিফার, কন্যা আকাঙ্খা এবং ছেলে অস্টিনকে নিয়ে গত ১৯ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই সব শেষ হয়ে গেল।

Pahalgam Incident: প্রায় পালিয়েই গিয়েছিলেন। তবে একটুর জন্য শেষ রক্ষা হল না। জঙ্গিদের হাতে ধরা পড়ে যান ইন্দোরের নাথানিয়েল দম্পতি। তারপর কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। জেনিফারের সামনেই তাঁর স্বামী সুশীল নাথানিয়েলকে শেষ করে দেয় জঙ্গিরা। 'কলমা' পড়তে বলা হয়েছিল সুশীলকে। ইন্দোরের বাসিন্দা জানিয়েছিলেন, তিনি খ্রিস্টান। 'কলমা' পড়তে জানেন না। তারপরই চরম পরিণতি হয় সুশীলের। হিন্দু না হয়েও পার পাননি তিনি। সুশীল নাথানিয়েলের বুকে গুলি করে জঙ্গিরা।
নিহত সুশীল নাথানিয়েলের স্ত্রী জেনিফারের কথায়, ' আমরা ফিরতেই যাচ্ছিলাম। আমার স্বামী বলল বাথরুমে যাবে। ও বাথরুম থেকে বেরনোর সময়েই প্রচণ্ড চিৎকার শুনতে পাই। আমরা ভেবেছিলাম বোধহয় রোপওয়ে ভেঙে গিয়েছে। কিন্তু যখন পিছনে তাকালাম, দেখলাম প্রথম লোকটাকে গুলি করে মেরে ফেলল। একটা মেয়ে কাঁদছিল। বলছি তাকে মেরে ফেলতে।'
#WATCH | Indore | Jennifer, wife of Sushil Nathaniel, says, "We were about to return from there when my husband told me he needed to use the washroom... When he came out of the washroom, suddenly a loud sound came and we thought it was of ropeway breakage but when we turned… https://t.co/4tpjGpjoXQ pic.twitter.com/wzOzeD8ZbT
— ANI (@ANI) April 24, 2025
জেনিফার আরও জানিয়েছেন, 'সবাই দৌড়ানো শুরু করেছিল। এদিক-ওদিক লুকিয়ে পড়ছিল। আমরা বাথরুমের পিছনে লুকিয়ে পড়েছিলাম। আমাদের মধ্যে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু জঙ্গিরা আমাদের খুঁজে পেয়ে যায়। আমরা একে অন্যকে ফোনে যোগাযোগ করতেও পারছিলাম না। জঙ্গিরা আমার স্বামীকে কলমা পড়তে বলেছিল। ও বলেছিল জানে না।' জেনিফার জানান, সুশীল 'কলমা' পড়তে জানেন না বলার কয়ে মুহূর্তের মধ্যেই তাঁকে শেষ করে দেয় জঙ্গিরা।
এলআইসি- র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সুশীল নাথানিয়েল। স্ত্রী জেনিফার, কন্যা আকাঙ্খা এবং ছেলে অস্টিনকে নিয়ে গত ১৯ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই সব শেষ হয়ে গেল। বেড়াতে যাওয়া, ছুটি কাটানোর আনন্দ মুহূর্তে নিরানন্দে পরিণত হল নাথানিয়েল পরিবারের জীবনে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় বেড়াতে যাওয়াই কাল হল তাঁদের। জানা গিয়েছে, আকাঙ্খারও গুলি লেগেছে এই জঙ্গি হামলায়। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় টাট্টু ঘোড়াওয়ালার।






















