Pahalgam Terror Attack: প্রত্যক্ষদর্শীদের প্রতি মিনিটের বয়ান নিচ্ছে এনআইএ, প্রমাণ জোগাড়ে বৈসারন উপত্যকায় চলছে জোর তল্লাশি
Kashmir News Update: এনআইএ- এর তদন্তকারী দলে রয়েছেন একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপি। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তের খুঁটিনাটি তথ্যের উপর নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা।

Pahalgam Terror Attack: স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশ অনুসারে পহেলগাঁও হামলার তদন্তভার নিল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে এনআইএ- এর দল। খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিদের ঢোকা এবং বেরনোর পথও। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় হামলার পরের দিনই ঘটনাস্থলে গিয়েছিল এনআইএ- এর টিম। তবে এবার আনুষ্ঠানিক ভাবে ভূস্বর্গের এই জঙ্গি হামলার তদন্তভার আনুষ্ঠানিক ভাবে নিজেদের হাতে নিল এনআইএ।
২২ এপ্রিল, ২০২৫- মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে 'মিনি সুইৎজারল্যান্ড' হিসেবে পরিচিত পর্যটকদের 'মাস্ট ভিজিট' জায়গা বৈসারন উপত্যকায় ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ২৬ জনের। পর্যটকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। তাঁদের ধর্মীয় পরিচয় জানার পর মাথায় গুলি করা হয়েছে। বেছে বেছে হিন্দুদের নিশানা করা হয়েছে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জঙ্গিরা একের পর এক পর্যটককে 'কলমা' পড়তে বলছিল, আর তা না পারলেই চোখের নিমেষে গুলি করে মেরে ফেলা হয়েছে পর্যটকদের। তবে শুরু পুরুষদেরই হত্যা করেছে জঙ্গিরা। মহিলা এবং শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে। চোখের সামনে স্বামীকে নৃশংস ভাবে খুন হতে দেখে যেসব মহিলা জঙ্গিদের তাঁদেরকেও মেরে ফেলার কথা বলেছিলেন, তাঁদের জঙ্গিরা জানিয়েছিল, তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তাঁরা দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব বলতে পারেন।
NIA Takes Over Pahalgam Terror Attack Case on MHA’s Orders pic.twitter.com/w5oUOrECa1
— NIA India (@NIA_India) April 27, 2025
এই ঘটনায় যুক্ত চারজন জঙ্গির ছবি প্রকাশ্যে এলেও তাদের কাউকেই এখনও পাকড়াও করা যায়নি। আর তার জেরেই কাশ্মীর জুড়ে চলছে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। জঙ্গলের ভিতরেও অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারজন জঙ্গি পর্যটকদের উপর গুলি চালাচ্ছিল। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আরও তিনজন নজর রাখছিল পরিস্থিতির উপর। বৈসারন উপত্যকার আশপাশের ঘন জঙ্গল থেকে আচমকাই পুলিশ এবং সেনার পোশাকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা। তারপর খুব স্বাভাবিক ভাবে পর্যটকদের জিজ্ঞেস করা হয় 'তারা হিন্দু নাকি মুসলিম?' এরপরই শুরু হয় নারকীয় হত্যালীলা।
এনআইএ- এর তদন্তকারী দলে রয়েছেন একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপি। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তের খুঁটিনাটি তথ্যের উপর নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা। যে পথে জঙ্গিরা এসেছিল এবং যে পথে ফিরে গিয়েছে, দুটোই ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে, তাদের 'মোডাস অপারেন্ডি' বোঝার জন্য। এনআইএ- এর এই তদন্তকারী দলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ অন্যান্য বিশেষজ্ঞরাও। যে এলাকায় এই সাংঘাতিক জঙ্গি হামলা হয়েছে সেই গোটা এলাকায় খুঁটিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, যাতে সামান্যতম প্রমাণও হাতছাড়া না হয়।






















