Roll Food Poisoning: রেস্তোরাঁর খাবারে বিষ? রোল খেয়ে মৃত্যু কিশোরীর, হাসপাতালে ভর্তি ১৮ জন পড়ুয়া
Food Poisoning Girl Death: এও জানা গিয়েছে যে, ওই একই খাবার খেয়ে আরও ১৮ জন পড়ুয়াও অসুস্থ হয়ে গেছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়া দিল্লি: খাবারের মধ্যে বিষ দিয়ে মৃত্যুর ঘটনা ঘটনা কোনও নতুন নয়। কিন্তু কোথাও খাবার খেয়ে মৃত্যু তা চাঞ্চল্যকরই বটে। একটি রেস্তোরাঁয় Shawarma (যা আদতে ইরানিয়ান রোল) খেয়ে এক কিশোরীর মৃত্যু এবার নানা প্রশ্ন তুলে দিয়েছে। কেবল একজন অসুস্থ হয়েছেন তা নয়। প্রায় ১৮ জন ওই একই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ কী জানিয়েছে?
কেরলে একটি খাবারের দোকানে রোল বিক্রি হচ্ছিল। সেখানেই কারিভাল্লোররের বাসিন্দা দেবানন্দও রোল খান। এরপরই অসুস্থ হয়ে যান ওই কিশোরী। তারপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ইতিমধ্যেই ওই রেস্তোরাঁ তথা জুস শপটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আপাতত ওই দোকানটি সিলড করে দেওয়া হয়েছে।
এও জানা গিয়েছে যে, ওই একই খাবার খেয়ে আরও ১৮ জন পড়ুয়াও অসুস্থ হয়ে গেছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা কেউই গুরুতর অসুস্থ নয়। আপাতত ওই সব শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ডিস্ট্রিক মেডিকেল অফিসার কী জানিয়েছেন?
সাংবাদিককের ওই হাসপাতালের মেডিকেল অফিসার জানিয়েছেন, "আমরা আশা করছি হয়তো আরও কেস আসবে। আমত্রা আমাদের হাসপাতালে আরও চিকিৎসক এবং মেডিকেল স্টাফ আনার ব্যবস্থা করছি। যাঁদের অবস্থা গুরুতর নয় তাঁদের এখানেই চিকিৎসার ব্যবস্থা করছি। আর যাঁদের খুব জটিল পরিস্থিতি তাঁদের অন্য হাসপাতালে শিফট করার ব্যবস্থা করব।"
ইতিমধ্যেই সে রাজ্যের মন্ত্রী ওই হাসপাতালে গিয়ে পড়ুয়াদের শারীরিক অবস্থার বিষয়ে বিশদে জানাতে গিয়েছেন। পড়ুয়ারা যাতে রাজ্যজুড়ে সঠিক মানের খাবার খেতে পারেন রাস্তাঘাটে, সে বিষয়টি তিনি নিশ্চিত করছেন সরকারের তরফে। স্থানীয় সূত্রের খবর, ওই খাবারের দোকানটি একটি টিউশন সেন্টারের পাশেই রয়েছে।