Ayodhya News: নির্ভয়াকান্ডের ছায়া অযোধ্যায়, মর্মান্তিক পরিণতি তরুণীর
ABP Ananda Live: নির্ভয়াকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশের অযোধ্যায়। দলিত তরুণীকে ধর্ষণ করে, হাত-পা ভেঙে, চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ। ২২ বছরের দলিত তরুণী ভাগবত পাঠ শুনতে গেছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বেরোন।
মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক জয়া, '১০০০ জন মানুষ চলে গেছেন, জলে ভাসানো হয়েছে দেহ, মৃত্যুর সঠিক তথ্য দেওয়া হোক' !
মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। '১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্য়ুর সঠিক তথ্য দেওয়া হোক। দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহাকুম্ভে কী হয়েছে সংসদে জানানো হোক, তদন্ত হওয়া উচিত। মহাকুম্ভে ভিভিআইপি-র প্রাধান্য, গরিব মানুষের কোনও গুরুত্ব নেই। মহাকুম্ভে এতজনের প্রাণ গেল, শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরোটাই আইওয়াশ। এত কোটি মানুষ মহাকুম্ভে আসবে কীভাবে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে', মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক দাবি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের।
তথ্য গোপনের পর এবার আরও গুরুতর অভিযোগ। কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এদিন যোগী আদিত্যনাথকে ফের তীব্র নিশানা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

















