এক্সপ্লোর
দলিত ছাত্রীকে ফিনাইল খাইয়ে ‘র্যাগিং’, অবস্থা আশঙ্কাজনক

মাল্লাপুরম: দলিত কলেজ ছাত্রীকে র্যাগিং-এর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বছর ১৯-এর ওই তরুণী। তাঁকে জোর করে বাথরুম পরিষ্কার করার ফিনাইল খাওয়ানোর অভিযোগ ওঠে কলেজের সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। অশ্বথি নামে ওই তরুণী কেরলের আল কামার কলেজ অফ নার্সিং-এর বিএসসি প্রথম সেমেস্টারের ছাত্রী। কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। সেখানেই র্যাগিং-এর শিকার হতে হয় তরুণীকে। তাঁর অভিযোগ, কলেজের এক সিনিয়র ছাত্রী তাঁকে নাচ ও গান করার জন্য জোর করতে থাকে। রাজি না হলে তাঁকে জোর করে বাথরুম পরিষ্কার করার ফিনাইল খাওয়ানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কালাবুরাগির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া শুরু করলে অন্য এক ছাত্রীর সঙ্গে ওই তরুণীকে বাড়ি পাঠিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে থ্রিসুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কোঝিকোরে মেডিক্যাল কলেজে। যদিও হোস্টেলে র্যাগিং-এর অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কলেজে র্যাগিং হয় না। তাঁদের বক্তব্য অনুযায়ী, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে নার্সিং-এর ওই পড়ুয়া। কলেজের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ঘটনার কথা জানতে পেরেই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিকভাবেও তিনি সুস্থ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেলের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















