এক্সপ্লোর
Advertisement
বেড়াতে এসে করোনা আক্রান্ত, সুস্থ হয়ে ইতালির নাগরিক বললেন, কেরল আমার হৃদয়ে থাকবে
ভারতের মধ্যে কেরলেই প্রথম করোনা সংক্রমণ হয়েছিল। তবে আপাতত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। ২৭২জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
তিরুঅনন্তপুরম: ইতালি থেকে ভারতে এসেছিলেন বেড়াতে। গিয়েছিলেন কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমে। সেখানেই তাঁর শরীরে তাবা বসায় মারণ ভাইরাস। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে।
সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইতালির সেই নাগরিক। তারপর তিনি বললেন, ‘কেরল আজীবন আমার হৃদয়ে থাকবে। এখানে যে চিকিৎসা আর যত্ন পেয়েছি, কোনওদিন ভুলব না। আমার দারুণ শুশ্রূষা করা হয়েছে। আমি ইতালিতে ফিরে যাব। তবে কেরলে ফের আসব।’
১৩ মার্চ ওই ইতালীয় করোনায় আক্রান্ত হন। কেরলের এক সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে আইসোলেশনেও কাটাতে হয়েছে কিছুদিন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইতালি ফিরে যাবেন তিনি। ইতালির দূতাবাস থেকে তাঁর ফেরার সবরকম ব্যবস্থা করা হয়েছে।
ইতালির করোনা পরিস্থিতি ভয়াবহ। আমেরিকা ও স্পেনের পর অতিমারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ইতালি। যা নিয়ে ওই ইতালীয় নাগরিক বলেছেন, ‘উত্তর ইতালিতে সত্যি ভয়াবহ ছবি।’
ভারতের মধ্যে কেরলেই প্রথম করোনা সংক্রমণ হয়েছিল। তবে আপাতত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। ২৭২জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement