Mamata Banerjee: বাংলা সিনেমা বিশ্বের সেরা, সিনেশিল্পে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর
Kolkata Film Festival:সোমবার আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলা সিনেমার সঙ্গে যোগ অর্থনীতিরও। চলচিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলা সিনেমায় বিনিয়োগের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চলচিত্র উৎসবে পার্টনার কান্ট্রি (Partner Country) ফিনল্যান্ড (Finland)। সেদেশের সাতটি সিনেমা এসেছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবে। বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ফিনল্যান্ডকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ব্রিটেন (UK) থেকে আসা প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য়ের একটি বড় অংশ জুড়ে ছিল স্মরণ। একাধিক চলচিত্র শিল্পী এবং গায়ক যাঁরা মারা গিয়েছেন তাঁদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সিনেশিল্পের ভূয়সী প্রশংসা:
বাংলার সিনেমা শিল্পের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে অবদান রয়েছে এই শিল্পক্ষেত্রের।' তিনি আরও বলেন যে বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। রাজ্যে প্রতিভার কোনও কমতি নেই। বাংলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল-সব রয়েছে। বাংলায় সিনেমা শিল্পের উন্নতির বহু সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাংলার চলচিত্র বিশ্বের মধ্যে সেরা।'
বিনিয়োগের ডাক:
আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের মঞ্চ থেকে বিনিয়োগের ডাকও দেন মুখ্য়মন্ত্রী। বাংলার টেলিশিল্প এবং সিনেমা শিল্পে বহু সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই শিল্পে বিনিয়োগ করার ডাক দেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের বিশেষ অতিথি শত্রুঘ্ন সিনহার উদ্দেশ্যেও বার্তা দেন তিনি। বলিউডের সঙ্গে কথা বলার বার্তাও দেন তিনি।
বাণিজ্য সম্মেলনেও ডাক:
এতদিন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে সিনেমা শিল্পক্ষেত্রকে ডাকা হয়নি। এবার থেকে তা আর হবে না। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেও সিনেমা শিল্পক্ষেত্রকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনই মঞ্চ থেকে তিনি বলেন, আগামী বছর হতে চলা বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বাংলার সিনেমা শিল্প এবং টেলিশিল্পকে।
আরও পড়ুন: ক্যামেরার সামনে আবির-ঋতাভরী জুটি, শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র