Kangana Ranaut: মাত্র ৬ বছর বয়সে পাড়ার ছেলে খারাপভাবে স্পর্শ করত, পরিবারকে বলতে পারিনি: কঙ্গনা
কেবল সাধারণ মানুষ নয়, এমন অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছে তারকারাও। এবার অপরিণত বয়সে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত।
মুম্বই: ছোটবেলা কী মনে থাকে সবসময়? কত স্মৃতি হারিয়ে যায় গভীরে.. কিন্তু যদি এমন কিছু স্মৃতি থাকে যা বয়স বাড়লেও তাড়া করে বেড়ায়! সময়ের প্রলেপ পড়ে না তাতে? দুর্ভাগ্যবশত, আমাদের মধ্যে অনেকেরই কম বেশি এমন স্মৃতি রয়েছে। তবে কেবল সাধারণ মানুষ নয়, এমন অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছে তারকারাও। এবার অপরিণত বয়সে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
কঙ্গনার ভয়াবহ অভিজ্ঞতা
আপাতত 'লক আপ' -এর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন কঙ্গনা। সেখানেই বলিউডের 'কুইন' জানান, তিনি তখন খুব ছোট। পাড়ারই একটি ছেলে বিভিন্ন অজুহাতে তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেছিল বার বার। সেসময় 'খারাপ স্পর্শ' বোঝার বয়স হয়নি তাঁর। শিশু কঙ্গনা বুঝতেও পারেননি, যৌন হেনস্থার শিকার হচ্ছেন তিনি। সেই ছেলেটি তখন বয়ঃসন্ধির দোরগোড়ায়। নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে পাঠ নিতে চাইত নিভৃতে। বহুবার ভাবলেও সে কথা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি কঙ্গনা। এই ঘটনা যখন শুরু হয় তখন কঙ্গনার বয়স ছিল মাত্র ৬। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নায়িকার ১১ বছর বয়স পর্যন্ত।
শো-তে এসে কঙ্গনা অকপটে জানান, তাঁকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তারপর জামা খুলিয়ে নগ্ন শরীর দেখত। সে সবের অর্থ তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তাঁর বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটে বলে জানান তিনি। তবে সে সব শিশুমনে দাগ কাটে, কিন্তু প্রকাশ্যে আসে না। বড় হয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়, বোঝা যায়, ঠিক কী হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'The Kashmir Files' on OTT: বড়পর্দা কাঁপিয়ে এবার ওটিটিতে 'দ্য কাশ্মীর ফাইলস', কোথায় দেখা যাবে?
কঙ্গনা জনান্তিকে প্রশ্ন ছুড়ে দেন, 'উল্টে সেই সব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?'
ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে কঙ্গনার পরিচালিত শো 'লক আপ' (Lock Up)। বিভিন্ন মজার গেম, নিজেদের আসল চেহারা দর্শকদের সামনে আনাই এই শো-এর শর্ত। এখানকার প্রতিযোগীদের যোগ্য সঙ্গ দেয় কঙ্গনা। নিজের জীবনের কথাও মন খুলে বলেন তিনি। ঠিক যেমন ছোটবেলার এই যৌন হেনস্থার কথা কঙ্গনার শো-তে উঠে এসেছে অকপট।