পরিবার চাইছে না, বাধ্য হয়ে হাসপাতালেই দিন গুজরান করোনা-জয়ীদের
কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, পরিবারের আপত্তিতে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা
![পরিবার চাইছে না, বাধ্য হয়ে হাসপাতালেই দিন গুজরান করোনা-জয়ীদের Kin of over 50 recovered Covid-19 patients in Hyderabad refuse to take them back home পরিবার চাইছে না, বাধ্য হয়ে হাসপাতালেই দিন গুজরান করোনা-জয়ীদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/11221306/corona-hospital.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে জিতলেও, পরিবারের হিন মানসিকতাকে জয় করতে পারেননি সুস্থ হওয়া হায়দরাবাদের একাধিক বয়স্ক কোভিড রোগী। কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, পরিবারের আপত্তিতে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা।
গাঁধী হাসপাতালের নোডাল অফিসার তথা চিকিৎসক প্রভাকর রাও বলেন, জনা পঞ্চাশেক পুরুষ ও মহিলা কোভিড-১৯ পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। ১০-১৫ দিন চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সকলেই সুস্থ এবং কারও শরীরে কোনও প্রকারের উপসর্গ না থাকায় আমরা তাঁদের সুস্থ ঘোষণা করে মুক্ত করি।
চিকিৎসক যোগ করেন, প্রথামাফিক এখন সকলকেই নিজ নিজ জায়গায় হোম কোয়ারান্টিনে থাকতে হবে। কিন্তু, বাধ সাধছে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই ব্যক্তিদের বাড়ি ঢোকায় আপত্তি করছেন খোদ পরিবারের লোকজন।
তিনি জানান, অনেকেই যে কারণে, দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করেন। কিন্তু, পরিবারের কেউ তাঁদের না নিতে আসায়, বাধ্য হয়ে তাঁদের পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়, যাতে তাঁরা থাকতে পারেন।
ওই চিকিৎসক যোগ করেন, অধিক বয়স্ক ব্যক্তিদের গাঁধী হাসপাতালে রাখা হয়েছে। তুলনায় কম বয়স্কদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি বলেন, তাঁদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে ফের একবার করোনা পরীক্ষা করানো হোক যাতে নিশ্চিত করা যায় তাঁরা কোভিড নেগেটিভ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)