এক্সপ্লোর
দেহরাদুনে ফাঁস যৌথ তহবিল চক্র, কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার নেপালের ৪ বোন
জানা গিয়েছে, এরা সকলে নেপালের বাসিন্দা, তবে শেষ ১ বছর ভারতে থাকছিল।
দেহরাদুন: যৌথ তহবিল খোলার নামে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিল ৪ নেপালি বোন। হাজারতিনেক মহিলাকে ফাঁসিয়ে কোটি কোটি টাকা রোজগার করছিল তারা। সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ৪ বোনকে গ্রেফতার করেছে দেহরাদুন পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ৪ মহিলা দেহরাদুনের বাসিন্দা। কেদারপুর এলাকায় তাদের চক্র ছিল। ৪ অভিযুক্তের নাম মীনাক্ষী খর্তি, মোনা, মাধুরী এবং মনীষা। বিদ্যা ভাট নামে এক মহিলী গত বছর জুনে পুলিশে অভিযোগ করেন, মীনাক্ষী তার বাবা মা লাল বাহাদুর এবং সুনীতা ও বোনেদের সাহায্যে একটি ভুয়ো ফান্ড চালাচ্ছে। ৫ লাখ টাকা তাঁর কাছ থেকে নিয়েছে তারা, ফান্ড ম্যাচিওর করে যাওয়ার পরেও টাকা ফেরত দেয়নি। তিনি টাকা ফেরত চাইলে তাঁকে পরিষ্কার বলে দিয়েছে, এক পয়সাও দেওয়া হবে না। অভিযোগকারিণীর বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।
জানা যায়, ওই ৪ মহিলা শেষ কয়েক বছরে আড়াই-তিন হাজার মহিলাকে ঠকিয়েছে। বিভিন্ন হোটেলে চলত তাদের এই টাকাপয়সার লেনদেন।
চার বোনের মা সুনীতাকে গ্রেফতার করা গেলেও বাকিরা গা ঢাকা দেয়। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পরিবারের বাকিদের গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এরা সকলে নেপালের বাসিন্দা, তবে শেষ ১ বছর ভারতে থাকছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement