COVID-19 Restrictions: আগামীকাল থেকে রাজ্যে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান
COVID-19 Restrictions: গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা (school) প্রতিষ্ঠান। এরপর করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ।
কলকাতা: রাজ্যে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে আগামীকাল থেকেই বিধিনিষেধ। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা চলতি সপ্তাহেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি রাজ্য সরকারের। কাল থেকে আপাতত বন্ধ ব্রিটেনের উড়ান। এখন হচ্ছে না ‘দুয়ারে সরকার’। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এছাড়াও সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা।
বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরার নির্দেশ। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশে অনুমতি। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে।
কলকাতা: করোনা পরিস্থিতি (Corona Situation) নিয়ে সিঁদুরে মেঘ। পরিস্থিতি সামাল দিতে একাধিক ব্যবস্থা রাজ্যের। জারি হল বিধি-নিষেধ। করোনার জেরে সন্ধে ৭টার পর থেকে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন (Local Train Service)। বাকি সময়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে পরিষেবা। তবে চলবে দূরপাল্লার ট্রেন। রবিবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি জানিয়েছেন, ফের করোনা সংক্রমণ বাড়ার কারণে রাজ্যে জারি করা হচ্ছে একাধিক বিধি-নিষেধ।