Bengal SIR Row: SIR-বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার, ভাঙচুর-আগুন লাগানো হল BDO অফিসে !
North Dinajpur BDO Office Attacked: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে BDO অফিস, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ

উত্তর দিনাজপুর : SIR-বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার। আগুন লাগানো হল BDO অফিসে! প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে BDO অফিস। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ চালিয়েছে পুলিশ বলে খবর।
আরও পড়ুন, বিএলও অ্যাপে আরও একটি নতুন OPTION নির্বাচন কমিশনের
মূলত, SIR এর শুনানি নোটিসের বিরোধিতায় অবরোধ-বিক্ষোভ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভে এলাকার ভোটাররা। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। প্রথম শুনানির পর ফের বহু ভোটারকে নোটিস, অভিযোগ স্থানীয়দের। কমিশনের নোটিসের বিরোধিতায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল ব্যাপক ইটবৃষ্টি। নামল র্যাফ..ফাটানো হল টিয়ার গ্যাস। ব্যাপক তাণ্ডব-ভাঙচুরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল BDO অফিস। পুড়ে ছাই হয়ে গেল অসংখ্য গুরুত্বপূর্ণ নথিপত্র। SIR শুনানি ঘিরে, মুর্শিদাবাদের ফরাক্কারই কার্যত পুনরাবৃত্তি হল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়, তবে এবার অরাজকতার আগুন আরও তীব্র হল, চাকুলিয়ায় BDO অফিসে বেনজির তাণ্ডবে আহত হলেন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। পাল্টা পুলিশের দাবি, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন খোদ চাকুলিয়া থানার ইনচার্জ রাজু সোনার।
উত্তর দিনাজপুর চাকুলিয়া বিক্ষোভকারী ও বাসিন্দা বলেন, এখানে নোটিস আসছে। জনগণকে হেনস্থা করা হচ্ছে। বারবার নাম কেটে যাচ্ছে, বারবার নোটিস আসছে। এ কেমন কথা? আমরা হিয়ারিংয়ে কেন যাব? আমাদের তো লিস্টে নাম আছে। উত্তর দিনাজপুর চাকুলিয়া বিক্ষোভকারী ও বাসিন্দা সাকিব আখতার বলেন, স্কুলের নথি আছে, কারোর একটা-দুটো নথি আছে। সবাই যে সকুলে গেছে, সকুলে যে সাপোর্টিং নথি থাকবে, সেটা তো নেই। যেগুলো নথি আছে, সেগুলো সাপোর্টিং নথি হিসেবে মেনে নিয়ে আরে A-এর জায়গায় E হতেই পারে। ওইভাবে মেনে নিতে হবে।
স্থানীয় সূত্রে খবর,চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে,ফের বহু ভোটারের নামে শুনানির নোটিস জারি করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র চাকুলিয়া ব্লক থেকে অন্তত প্রায় ৬৯ হাজার ভোটারকে ডেকে পাঠানো হয় শুনানিতে। বৃহস্পতিবার কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন একাধিক বাসিন্দা। উত্তর দিনাজপুর চাকুলিয়ার বিক্ষোভকারী ও বাসিন্দা সাকিব আখতার বলেন, আমাদের BDO সাহেব AI দিয়ে চেক করছেন। ওঁকে AI দিয়ে চেক করার অধিকার কে দিয়েছে? আমরা প্রতিটা বাড়ির বাচ্চাকাচ্চা, সমস্ত পরিবার নিয়ে আন্দোলন শুরু করব। সেদিন কিন্তু আপনার কোনও অস্তিত্ব আর বাঁচার অধিকার থাকবে না।






















