Bhabanipur By-Poll 2021 : বিভিন্ন বুথ-অলিগলিতে এরিয়া ডমিনেশন, ভবানীপুরে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
ভবানীপুর : ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
ভবানীপুর উপনির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। তবে সাতসকালে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বরে বুথে ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে কারচুপির অভিযোগ জানান তিনি। যদিও অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। শাসকশিবিরের তরফে ফিরহাদ হাকিম পাল্টা তোপ দেগে বলেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ জানানো হচ্ছে।
এদিকে বিজেপির অভিযোগের উত্তর দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, ‘মক পোলের জন্য দেরি, কোনও ইভিএম বিভ্রাট হয়নি’।
প্রসঙ্গত, নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটারদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল প্রার্থী।‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’ ভোটারদের উদ্দেশে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ভোটের আগের রাতে ভবানীপুর জুড়ে চলে নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। ভোট উপলক্ষে ভবানীপুরে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি বাহিনী। রয়েছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ভবানীপুরের ভোটে সব বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা কমিশনের। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হয়েছে ৪টে করে রেনকোট।
এর পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোটগ্রহণ। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। অভিযোগ ওড়ান কংগ্রেস প্রার্থী।