LPG Price Rise: ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, কলকাতায় মূল্য ৮৪৫.৫০ টাকা
পাঁচদিনের মাথায় ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম.. এনিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম... গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা
![LPG Price Rise: ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, কলকাতায় মূল্য ৮৪৫.৫০ টাকা Domestic LPG Cylinder Price Rise 25 Rupees fourth increase last one month LPG Price Rise: ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, কলকাতায় মূল্য ৮৪৫.৫০ টাকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/15/cf0dbe8d80c21096acaab831643917ed_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পাঁচদিনের মাথায় ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম আটশোর গণ্ডি পেরিয়ে দাঁড়ায় ৮২০ টাকা ৫০ পয়সা।
এনিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা।
রান্নার গ্যাসের পাশপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।
একে ভারতে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তার ওপর এইভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় সাধারণ মানুষের মাথায় হাত।
পেট্রোল-ডিজেল থেকে রান্নার গ্যাস--- সবেরই দাম লাগাতার ঊর্ধ্বমুখী। সঙ্কটে সাধারণ মানুষ।
আয় বাড়েনি। অথচ, খরচ হু হু করে বাড়ছে। এই অবস্থায় সংসার চালানোই মুশকিল হয়ে পড়ছে সাধারণ মধ্যবিত্তের।
বিধানসভা ভোটের মুখে, কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের প্রচার চালাচ্ছে বিজেপি। অথচ, রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন সেই উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরাও।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুরাহা দিতে কি কর কমানোর পথে হাঁটবে মোদি সরকার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)