(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2021: আজ মহানবমী, হোমাগ্নিতে দেবীর স্তুতি, নানা উপাচারে চলছে দেবীর আরাধনা
কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি...
কলকাতা: আজ মহানবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও ফল বলি।
পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷
করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।
নবমীতে বেলুড় মঠে হচ্ছে বিশেষ পুজো। রীতি মেনে চলছে হোমযজ্ঞ। করোনা আবহে এবার ভক্তশূন্য বেলুড় মঠে মা দুর্গার আরাধনা।
আরও পড়ুন: দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা
করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।
কিন্তু ভিড়ের চাপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তত্পর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নাইট সার্ভিস স্পেশাল বন্ধ করা হয়।
কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
আরও পড়ুন: মহাষ্টমীর মেজাজে ঝলমলে তিলোত্তমা, নিউ-নর্মালের শারদোৎসবে মেতেছে বঙ্গবাসী
নবমী থেকে বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ফলে নিম্নচাপের ভ্রুকুটি।
তার জেরে নবমী, দশমীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে।
দশমীতে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা।