Durga Puja Preparation: ১৮ তম বর্ষে বরানগর ন'পাড়া দাদাভাই সঙ্ঘ, এবারের থিম 'সোনার বাংলা, সোনার কলস'
কলকাতার বিভিন্ন পুজোয় এর আগে দেখা গেছে বিভিন্ন রাজ্যের কাজ। এবারে বরানগরের ন'পাড়া দাদাভাই সঙ্ঘের পুজো মণ্ডপে বাংলারই একাধিক শিল্পের ধারাকে এক হতে যেতে দেখা যাবে।
![Durga Puja Preparation: ১৮ তম বর্ষে বরানগর ন'পাড়া দাদাভাই সঙ্ঘ, এবারের থিম 'সোনার বাংলা, সোনার কলস' Durga Puja Preparation: Baranagar Na'para Dadabhai Sangha is in its 18th year this years theme is Sonar Bangla, Sonar Kalash Durga Puja Preparation: ১৮ তম বর্ষে বরানগর ন'পাড়া দাদাভাই সঙ্ঘ, এবারের থিম 'সোনার বাংলা, সোনার কলস'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/28/53e374f23d57473b5d4425846e989af8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যা কিছু মঙ্গল, যা কিছু শুভ, তাঁর প্রতীক কলস বা কলসি। এই বছর ১৮ তম বর্ষে পদার্পণ করছে বরানগরের ন'পাড়া দাদাভাই সঙ্ঘ। তাদের এই বছরের থিম 'সোনার বাংলা, সোনার কলস'।
পুজো উদ্যোক্তার কথায়, 'আমাদের এবারের থিম "সোনার বাংলা, সোনার কলস।" সোনার কলস একটা পবিত্রতার সাক্ষ্য বহন করে। সোনার কলস বাংলার সৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতির ধারক এবং বাহক। সেই সোনার কলসের মধ্যে দিয়ে আমরা বাংলার যে উন্নয়ন, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষাকে আমরা প্রভাবিত করতে চাই।'
কলকাতার বিভিন্ন পুজোয় এর আগে দেখা গেছে বিভিন্ন রাজ্যের কাজ। এবারে বরানগরের ন'পাড়া দাদাভাই সঙ্ঘের পুজো মণ্ডপে বাংলারই একাধিক শিল্পের ধারাকে এক হতে যেতে দেখা যাবে। কখনও ডোকরার কাজ, কখনও মাটির ঘোড়া, কখনও আবার বাংলার বিভিন্ন পটশিল্পও ধরা নানা আকার আকৃতিতে। উদ্যোক্তারা আশাবাদী, সোনার বাংলার সোনার কলসের এই কাহিনি সকলের ভাল লাগবে।
ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে বরানগর ন'পাড়া দাদাভাই সঙ্ঘও। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।
আরও পড়ুন: Durga Puja Preparation: মাটির উনুনের মাঝে দেবী, নয়া থিমের ভাবনায় সাজছে ৯৫ পল্লি যোধপুর পার্ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)