অভিনেত্রীকে লক্ষাধিক টাকার প্রতারণা, অভিযোগ দায়ের ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে
অভিযোগ, প্রভাবশালী পরিচয় দিয়ে অভিনেত্রীকে প্রোডিউসার জোগাড় করে দেওয়ার টোপ দেন বিদ্যুৎ।
কলকাতা: কসবার ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন টলিউডের এক অভিনেত্রী। অভিযোগকারিণীর দাবি, গতবছর তাঁর সঙ্গে কসবার বাসিন্দা বিদ্যুৎ পোদ্দারের আলাপ হয়। অভিযোগ, প্রভাবশালী পরিচয় দিয়ে অভিনেত্রীকে প্রোডিউসার জোগাড় করে দেওয়ার টোপ দেন বিদ্যুৎ।
এর জন্য তিনি দেড় লক্ষ টাকা চাইলেও দু’দফায় ১ লক্ষ ১৫ হাজার টাকা দেন বলে দাবি অভিনেত্রীর। তারপর থেকেই অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দারের খোঁজ মিলছে না বলে অভিযোগ। সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন টলিউডের ওই অভিনেত্রী। এর আগে দুর্গাপুরে রোড সেফটি ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা বলে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে বিদ্যুৎ পোদ্দারের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত।
কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দেওয়া, বিদ্যুৎ পোদ্দারের বিরুদ্ধে উঠল আরও এক প্রতারণার অভিযোগ। গত বছর নিউটাউনের এক হোটেলে নিজেকে কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা হিসেবে দাবি করেন বিদ্যুৎ পোদ্দার। অভিযোগ, নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে, পায়েল সরকার নামে টালিগঞ্জের এক অভিনেত্রীকে তিনি পুরস্কৃত করেন।
অভিনেত্রীর অভিযোগ, এই পুরস্কার দেওয়ার আড়ালে ছিল অন্য ছক। পায়েলের ভিডিওর জন্য স্পনসর পাইয়ে দেওয়ার নামে, তাঁর থেকে লক্ষাধিক টাকা বিদ্যুৎ পোদ্দার চান বলে অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, নীলবাতি গাড়ি ব্যবহার করতেন বিদ্যুৎ। ভুয়ো আধিকারিকের কথায় প্রভাবিত হয়ে ১ লক্ষ টাকাও দেন। অভিযোগকারিণী পায়েল সরকার জানিয়েছেন, পুরস্কার দবেন বলেন, স্পনসর এনে দেওয়ার নামে টাকা চাওয়া হয়, আমি দু দফায় নগদে ১ লক্ষ টাকা দিই। টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেওয়া হত। তিনি আরও জানিয়েছেন, 'উনি আমার ফোন ধরতেন না, ডাইভার্ট করে রাখবেন, বিভিন্ন মেয়েকে ফিট করে রাখতেন, টাকা নিয়ে কিছু বললে তারা বলত তোমাকে খুন করে দেব'
ভুয়ো আধিকারিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এর আগে দুর্গাপুরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে বিদ্যুৎ পোদ্দারের বিরুদ্ধে। এখনও তাঁর খোঁজ পায়নি পুলিশ।