North 24 Pargana News: শাসনে স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসা, দফায় দফায় সংঘর্ষ। ABP Ananda Live
ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ শাসন থানার সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন। শাসন থানার IC-কে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের পরিবারও খুনের অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে গ্রেফতার মৃত তরুণের লিভ-ইন সঙ্গী।
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি-বিবাদ? প্রশ্নটা উঠছে কারণ, গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে ২ হাজার বর্গফুটের জমি দখলের কথা। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের, গুলশন কলোনির ২ হাজার স্কোয়ারফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ।