(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee Oath-taking : 'বিধানসভায় এসে মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল', রাজভবনে চিঠি সরকারের
রীতি মেনে সম্প্রতি ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ...
কলকাতা : বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭ অক্টোবর বেলা ১২টার আগে বিধায়ক-হিসেবে মমতার শপথ। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, রাজভবনে চিঠি লিখে এমনই অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার।
চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায়, কার কাছে শপথগ্রহণ ? রীতি অনুযায়ী, বিধায়করা বিধানসভাতেই শপথ নেন। রাজ্যপালের অনুমতিতে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। রীতি মেনে সম্প্রতি ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। সংবিধান অনুযায়ী, রাজ্যপাল কিংবা মনোনীত কেউ শপথ নেওয়াতে পারেন। রাজ্যপালের অনুমতি নিয়েই ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে সেই অনুমতি প্রত্যাহার করে দেন রাজ্যপাল।
কয়েকদিন আগে পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দেওয়া হয়। বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেই অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষের কাছে শপথ বাক্য পাঠ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ৫ অক্টোবর পর্যন্ত গেজেট নোটিফিকেশন কার্যকর। ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত। পরিষদীয় মন্ত্রীকে ফোনে একথা জানিয়েছেন রাজ্যপাল, এমনই খবর সূত্রের। এদিকে রাজভবনে শপথ নিতে হলে গরহাজির থাকতে পারেন অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী, এমনই খবর সূত্রের।
প্রসঙ্গত, ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তৃণমূলনেত্রী। ৫৮,৮৩৫ ভোটে জিতেছেন। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস।
আরও পড়ুন ; ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে কী বললেন শুভেন্দু ?
ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয় এসেছে। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেছেন মমতা। ২০১১-র উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩।