![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KMC Election Candidates 2021: প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব, ভোটের ময়দানে নেমে বললেন কলকাতার বিদায়ী মেয়র
Firhad Hakim Kolkata Municipal Election 2021 : দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু নিজের ওয়ার্ডেই নয়, প্রচারে যাচ্ছেন অন্যান্য ওয়ার্ডেও।
![KMC Election Candidates 2021: প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব, ভোটের ময়দানে নেমে বললেন কলকাতার বিদায়ী মেয়র KMC Election Candidate News Kolkata Municipal Election 2021 Firhad Hakim Former Mayor Of Kolkata Seems Confident About Winning KMC Election Candidates 2021: প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব, ভোটের ময়দানে নেমে বললেন কলকাতার বিদায়ী মেয়র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/6afb7cc7ca8c080074556ad91484b264_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রশ্ন : মেয়র হবেন ? উত্তর : দল ঠিক করবে...
চড়ছে পুরভোটের পারদ৷ প্রচারে নেমেছেন কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ' দল যখন যে কাজ করেছে, তখন নিষ্ঠার সঙ্গে সে কাজ করছি, যে আদেশ মমতা দেবেন, পালন করব' বলছেন কলকাতার বিদায়ী মেয়র। তিনি শহরবাসীকে কথা দিয়েছিলেন, কলকাতা শহরকে মমতার স্বপ্নের লন্ডন করব। কতটা পারলেন ? তিনি বিশ্বাস করেন, মানুষই বলবে শেষ কথা।
কর্মব্যস্ত রাজনীতিবিদ তিনি। একদিকে তিনি বিধায়ক। মন্ত্রিত্বের গুরুভার আছে তাঁর উপর। অন্যদিকে, আম্ফান থেকে ইয়াস, কলকাতাকে সামলাতে চেয়েছেন নিদের হাতে। কখনও মেয়র হয়ে, কখনও বোর্ড অফ অ্যামিনিস্ট্রেটর্সের চেয়ারম্যানের ভূমিকায়! ফিরহাদ হাকিম ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। কলকাতায় যে ক’জন বিধায়ককে তৃণমূল নেত্রী পুরভোটে প্রার্থী করেছেন, তাঁদের অন্যতম ফিরহাদ হাকিম।
আরও পড়ুন :
পুরভোটের প্রচারে চমক, ঝাঁটা হাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী
তাঁর নজর কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই। প্রচারে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে। সময় সুযোগ বুঝে প্রচার করছেন নিজের পাড়ায়। বিশ্বাস করেন, দলের সব প্রার্থীরাই আমার নিজের প্রার্থী। ওয়ার্ডের মানুষদের প্রতি তাঁদের অগাধ বিশ্বাস। তিনি মনে করেন, এতো নিজের পরিবার... বড় কোনও প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব।
২০০০ সালে প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম। সেই শুরু। এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন। দিনে দিনে দায়িত্বও বেড়েছে।
কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক, মন্ত্রী, মেয়র। ২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। এবারও কি জিতলে দল তাঁকে মেয়র করবে ? তিনি ভরসা রাখছেন দলের সিদ্ধান্তের উপরই। তবে ৮২ নম্বরের লড়াই নিয়ে নিশ্চিন্ত ‘ঘরের ছেলে’ ববি।
আরও পড়ুন:
কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)