Kolkata: বড়বাজার এলাকা থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক
Gold Biscuits: তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বনগাঁ সীমান্ত দিয়ে ওই সোনার বিস্কুট আনা হয়েছে।
আবির দত্ত, কলকাতা: এবার বড়বাজার এলাকা থেকে ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট (Gold Biscuits) সহ ১ জনকে গ্রেফতার করল শুল্ক দফতর। সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের প্রত্যেকটির ওজন ৩০ গ্রাম। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বনগাঁ সীমান্ত (Bongaon Border) দিয়ে ওই সোনার বিস্কুট আনা হয়েছে। তবে তা কার কাছে, কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে শুল্ক দফতর। এই চক্রে আরও কেউ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্রে খবর।
আরও পড়ুন: আজ পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের
চলতি মাসেই বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙা থেকে উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট। এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তত্পর হয় বিএসএফ। ভারতে পাচারের সময়, বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১১টা সোনার বিস্কুট। যার বাজারমূল্য ছিল ৮৬ লক্ষ ৬১ হাজার ৬৪৭ টাকা। পাচারকারীকে পাকড়াও করে রাতেই বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে।
উল্লেখ্য, এর আগে চলতি বছর জানুয়ারি মাসে, আন্তঃদেশীয় সোনা পাচার চক্রের হদিশ পান শুল্ক দফতরের আধিকারিকরা । দুবাই থেকে বিপুল পরিমান সোনা এনে শহর কলকাতায় বসে রমরমিয়ে সোনা পাচার চক্র চলছিল বলে জানা যায় । ঘটনায় খিদিরপুর থেকে গ্রেফতার করা হয় পাচারচক্রের পাণ্ডা সাইজাদা খানকে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫২ লক্ষ টাকা। শুল্ক দফতর জানায়, খিদিরপুরে একটি বাড়ি থেকে সাইজাদা পাচারচক্র চালাত বলে জানা যায়। শহর থেকে কোথায় যেত, সোনার বিস্কুট কাকে দেওয়া হত সে সম্পর্কেও তদন্ত করেন শুল্ক দফতরের আধিকারিকরা।