Gariahat : বেআইনি নির্মাণের প্রতিবাদ, গড়িয়াহাটে মহিলাকে মারধরের অভিযোগ ; বাড়ি ভাঙচুর
Lady of Gariahat allegedly beaten : তিনি বাড়ি যেতে ভয় পাচ্ছিলেন। পুলিশের কাছে অনুরোধ করার পর পুলিশের গাড়ি করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়
![Gariahat : বেআইনি নির্মাণের প্রতিবাদ, গড়িয়াহাটে মহিলাকে মারধরের অভিযোগ ; বাড়ি ভাঙচুর Kolkata : Lady of Gariahat allegedly beaten for protesting against illegal construction Gariahat : বেআইনি নির্মাণের প্রতিবাদ, গড়িয়াহাটে মহিলাকে মারধরের অভিযোগ ; বাড়ি ভাঙচুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/cb855cbfafc0ad7a18ecf21fc7fd6f03_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুকান্ত মুখোপাধ্যায়, গড়িয়াহাট : গড়িয়াহাটে ৫২ বছরের এক মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে শোরগোল। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর বাড়ির পাঁচিলের ওপর থেকে বেআইনি নির্মাণ করা হচ্ছিল। এর প্রতিবাদ করায় মহিলার বাড়িতে ভাঙচুর করা হয়। গতকাল দুই দফায় তাঁর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গড়িয়াহাট থানার পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।
ওই মহিলার অভিযোগ, তাঁর বাড়িতে সুরকি দিয়ে তৈরি পাঁচ ইঞ্চির পাঁচিলের ওপর থেকে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে। ফলে, তাঁর ঘরে জল থেকে শুরু করে বিভিন্ন জিনিস পড়ছে। সেই কারণে বার বার নানা জায়গায় অভিযোগ জানানো হয়। কিন্তু, তার পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন ; চোখের সামনে কেবল মৃত্যু! প্রাণে বেঁচে ফেরা ছেলেকে পেয়ে কান্নায় ভাঙলেন মা
ওই বেআইনি নির্মাণের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে। এর পর তিনটে নাগাদ বাড়িতে বেশ কয়েকজন এসে ঘরের জিনিসপত্র ফেলে দেয়। এর পর রাত সাড়ে সাতটা নাগাদ তাঁর ঘরের জানালা, দরজা ভাঙা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ।
এর পর ওই মহিলা গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন প্রতিবেশী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তিনি বাড়ি যেতে ভয় পাচ্ছিলেন। পুলিশের কাছে অনুরোধ করার পর পুলিশের গাড়ি করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও আটক বা গ্রেফতার করা হয়নি কাউকে।
মহিলার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সঙ্গে প্রতিবেশীদের সমস্যা চলছে। জমি লাগোয়া পরিখায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিকবার মামলাও হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)