Medical College: ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল, চিন্তায় রোগীরা
Kolkata Medical college Eye Department: ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টার।
![Medical College: ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল, চিন্তায় রোগীরা Kolkata Medical college RIO ophthalmology department govt hospital Building abolished Medical College: ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল, চিন্তায় রোগীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/04/45e3f37f82de5f17c8e67bf13de9b93d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিত্সার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি (Regional Institute of Ophthalmology)। ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medical College Kolkata) ট্রমা সেন্টার।
মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পরবর্তী সময়ে এনআরএস হাসপাতালের পিছনে তৈরি হবে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, RIO-র নতুন বিল্ডিং। তবে নতুন ভবন তৈরি না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সরকারি চক্ষু হাসপাতাল চলবে মেডিক্যাল কলেজের এজরা বিল্ডিংয়ে। ১৯৩৩ সালে তৈরি হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি।
এদিকে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে রাজ্যের সব সরকারি হাসপাতাল (hospital) ও মেডিক্যাল কলেজ চত্বর। নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য দফতর (helth ministry)। জবরদখল সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর।
আরও পড়ুন, জওয়াদ জেরে উত্তাল পুরীর সমুদ্র, বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট
জবরদখল নিয়ে কড়া অবস্থান নিয়েছে সরকারের। ৭ দিনের মধ্যে রাজ্যের সব সরকারি হাসপাতাল চত্বর বেআইনি দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের নির্দেশ পৌঁছে গিয়েছে, সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, অধিকর্তা এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে।
নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে হাসপাতাল চত্বর। এই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতাল চত্বরে বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলে আদালত। তার জেরেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)