kolkata Municipal Election: ''পুরভোটে বিজেপি শূন্য হবে'', ভবানীপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বার্তা মদনের
kolkata municipal election: ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। ৭১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া সিংহের সমর্থনে প্রচার করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি নিজে দেওয়াল লিখছেন।
কলকাতা: কলকাতা পুরসভার (KMC) ৭১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া সিংহের সমর্থনে প্রচার করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি নিজে দেওয়াল লিখছেন। মদন মিত্র বলেন, "পাপিয়া সবচেয়ে ভালো প্রার্থী। বিধানসভাতে বিজেপি যে উঠেছিল, পুরসভাতে তাও নেমে যাবে। আমাদের নীতি এটাই যে ত্রিপুরার জবাব বুলেটে নয়, ব্যালটে। কোনও প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি না। এবার খেলা হবে নয় এবার শূন্য হবে। শুভেন্দু অধিকারীর সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো। ভবানীপুর ওদের কাছে এখন বিদেশ হয়ে গিয়েছে।"
গতকাল কলকাতা পুরভোটে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। এরপর তৃণমূল কংগ্রেসও প্রার্থীতালিকা প্রকাশ করল। কালীঘাটে বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। প্রার্থীতালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা।’
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, পুরভোটে ফের লড়বেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ। কলকাতার ৬ বিধায়ক এবারের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীতালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ মালা রায়েরও। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা থেকে বাদ সুদর্শনা মুখোপাধ্যায়। বাদ গেল রতন দে, রতন মালাকারের নাম। প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। মনোনয়ন পেলেন না কোঅর্ডডিনেটর সুস্মিতা দাম। প্রার্থী হচ্ছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, অনিন্দ্য রাউত। প্রার্থী হচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী হচ্ছেন বিধায়ক পরেশ পাল। ফের প্রার্থী হচ্ছেন তারক সিংহ, তাঁর ছেলে অমিত ও মেয়ে কৃষ্ণা। বাদ পড়লেন স্মিতা বক্সী। প্রার্থী হচ্ছেন মন্ত্রী শশী পাঁজা মেয়ে পূজা পাঁজা।
আরও পড়ুন: চলন্ত বাস থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু