KMC Vaccine: ভ্যাকসিনের দিন বদল নিয়ে কলকাতা পুরসভার নামে ভুয়ো বিজ্ঞপ্তি, অভিযোগ অতীন ঘোষের
ভ্যাকসিনের দিন বদল নিয়ে কলকাতা পুরসভার নামে ভুয়ো বিজ্ঞপ্তি জারির অভিযোগ তুললেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ভুয়ো টিকা, ভুয়ো অফিসার, চিকিৎসকের পর এবার পুরসভার নামে ভুয়ো বিজ্ঞপ্তি প্রকাশিত হল, এমনই অভিযোগ উঠল। ভ্যাকসিনের দিন বদল নিয়ে কলকাতা পুরসভার নামে ভুয়ো বিজ্ঞপ্তি জারির অভিযোগ তুললেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।
প্রসঙ্গত, সোমবার থেকে সপ্তাহে ছ’দিনই প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে, এমনটাই জানান হয়েছিল একটি বিজ্ঞপ্ততে। ১৭ অগাস্টের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সোম-মঙ্গল, বৃহস্পতি-শুক্র প্রথম ডোজ ও বুধ ও শনিবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ। কিন্তু এবার অতীন ঘোষের দাবি, ওই বিজ্ঞপ্তি ভুয়ো। ৭৩ নম্বর ওয়ার্ডে ওই ভুয়ো বিজ্ঞপ্তি কারা দিয়েছিল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আজ যাঁরা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে আসবেন, তাঁদের কাউকে ফেরানো হবে না। এর আগে ১৭ অগাস্টের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। এর আগে ১৩ অগাস্ট কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে জানায়, পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সোম-বুধ-শুক্র দ্বিতীয় ডোজ ও মঙ্গল-বৃহস্পতি-শনি প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ১৯ অগাস্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ অগাস্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত প্রথম ডোজ ও দুপুর ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলবে।
এদিকে, এদিন কালীঘাটে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে হয়রানির অভিযোগে উত্তেজনা ছড়ায়। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, পুরসভা বারবার ভ্যাকসিনের দিন বদল করায় হয়রানি বাড়ছে। দূর-দূরান্ত থেকে আসার পরেও মিলছে না টিকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কালীঘাট থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রের গেট।
নতুন নির্দেশিকা অনুযায়ী আজ শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়ার কথা। তবে হাজরায় দেখা গেল অন্য ছবি। দ্বিতীয় ডোজ নিতেও চলে এসেছেন গ্রহিতারা। কেন এমন? প্রশ্ন করায় তাঁরা জানান, এই তথ্য তাঁরা আগে থেকে জানতেন না। কাজেই ভোররাত থেকে এসে প্রত্যেকে হাজরা রোডের কলকাতা পুরসভার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্র খোলার পরই তাঁরা জানতে পারেন যে আজকে প্রথম ডোজ দেওয়া হবে না। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।