আরজি কর মেডিক্যালে কাটল অচলাবস্থা, ১৬ ঘণ্টা পর উঠল পড়ুয়া-ইন্টার্নদের অবস্থান
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় মধ্যস্থতার জন্য দু-পক্ষকে নিয়ে গভীর রাতে আলোচনায় বসেন।
সত্যজিত্ বৈদ্য ও রুমা পাল, কলকাতা: আরজি কর হাসপাতালে আপাতত কাটল অচলাবস্থা। ১৬ ঘণ্টা পর, ভোর ৪টে নাগাদ উঠল ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র চিকিত্সকদের একাংশের ঘেরাও অবস্থান। তবে বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
১৬ ঘণ্টা পর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাটল অচলাবস্থা। শনিবার ভোর ৪টে নাগাদ বিক্ষোভকারী চিকিত্সক পড়ুয়ারা ঘেরাও তুলে নিলে মুক্ত হন অধ্যক্ষ। পক্ষপাতিত্বের অভিযোগের পাশাপাশি, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবিতে শুক্রবার বেলা ১২টা নাগাদ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘেরাও করেন চিকিত্সক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ।
রাত ভোর চলে ঘেরাও অবস্থান। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় মধ্যস্থতার জন্য দু-পক্ষকে নিয়ে গভীর রাতে আলোচনায় বসেন। যদিও এই মধ্যস্থতায় জট কাটেনি। অচলাবস্থা চলে প্রায় ১৬ ঘণ্টা। শেষপর্যন্ত শনিবার ভোর চারটে নাগাদ ঘেরাও অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা। তবে এই বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।